JANA BUJHA

সোনার ভরি কত আজকে! Today Gold price. Best 1

সেনার ভরি কত আজকে হয়ত জানতে চাচ্ছেন। সোনার দাম জানাব, স্বর্ণের ভরি কত আজকের বাজারে তা জানাব এই পোস্টের মাধ্যমে। 

সোনার ভরি কত মূল আলোচনা

লাগামহীনভাবে সোনর দাম বেড়েই চলছে। কি করা যাবে এই পরিস্থিতিতে আপনাকে আপনার প্রয়োজনত মেটাতে হবেই। বিয়ে কিংবা প্রিয় জনের জন্য বা সম্পদ হিসেবে অনেকে সোনা কিনে থাকেন। যারা আজকে সোনা কিনবেন ভাবছেন। তারা আমাদের এই লিখাটা পড়ে যেতে পারেন ।

কেননা এই লিকার মাধ্যমে আজকে বাজুস দ্বারা সোনার দাম কত নির্ধারণ হয়েছে তা জানতে পারবেন। আর যদি আপনার সোনার দাম জানা থাকে তাহলে দোকানদার চাইলেও আপনার কাছ থেকে বেশী দাম রাখতে পারবে না। তাহলে আর দেরী না করে চলুন শুরু করি। 

সোনার ভরি কতঃ ২২ ক্যারেট, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন সোনা

বাজারে সাধারণত ২২, ২১, ১৮ ও সনাতন সোনার প্রচলন দেখা যায়। তাই আপনি কোন সোনার দাম কত তা একটি ছকের মাঝে এখানে দেখতে পারবেন। 

সোনার প্রকার সোনার দাম (টাকায়)
২২ ক্যারেট  ১,১৭,৬১৩ টাকা 
২১ ক্যারেট ১,১২,২৪৬ টাকা 
১৮ ক্যারেট ৯৬,২৬১ টাকা 
সনাতন সোনা ৮০,২১৭ টাকা 

 

এখানে ২২ ক্যারেট সোনার  দাম ১,১৭,৬১৩ ( এক লাখ সতের হাজার টাকা), আবার ২১ ক্যারেট সোনার দাম ১,১২,২৪৬ টাকা ( এক লাখ বার হাজার দুইশত ছয়চিইল্লশ টাক । আবার ১৮ ক্যারেট সোনার দাম ৯৬,২১৬ টাকা ( ছিয়ানব্বই হাজার দুইশত একষট্টি টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ৮০,২১৭ টাকা( আশি হাজার দুইশত সতের টাকা। 

 

এখন চলেন আরও বিস্তারিত জানি। 

সোনার ভরি কতঃ ২২ ক্যারেট সোনার দাম 

Total Price স্বর্ণের পরিমাণ( ২২ ক্যারেট)
117613.44 ১ ভরি স্বর্ণের দাম
10080 ১ গ্রাম স্বর্ণের দাম
7350.84 ১ আনা  স্বর্ণের দাম
1835.702201 ১ রতি স্বর্ণের দাম
117613.44 ১ তোলা স্বর্ণের দাম
100800  ১০ গ্রাম স্বর্ণের দাম
10086528.61  ১ কেজি স্বর্ণের দাম

 

এখানে ২২ ক্যারেট সোনার দাম সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন জানব ২১ ক্যারেট সোনার বিস্তারিত। 

সোনার ভরি কতঃ ২১ ক্যারেট সোনার দাম 

 

Total Price Taka স্বর্ণের পরিমাণ( ২১ ক্যারেট)
112246.16 ১ ভরি স্বর্ণের দাম
9620 ১ গ্রাম স্বর্ণের দাম
7015.385 ১ আনা  স্বর্ণের দাম
1751.930076 ১ রতি স্বর্ণের দাম
112246.16 ১ তোলা স্বর্ণের দাম
96200  ১০ গ্রাম স্বর্ণের দাম
9626230.682  ১ কেজি স্বর্ণের দাম

 

এখানে আমরা ১ গ্রাম এর দাম, থেকে শুরু করে ১ কেজি অব্দি জানলাম। ১০ গ্রাম সোনার দাম, ও ১ রতি সোনার দামও জানলাম। এখন জানব ১৮ ক্যারেট সোনার দাম সম্পর্কে। 

সোনার ভরি কতঃ ১৮ ক্যারেট সোনার দাম 

Total Price স্বর্ণের পরিমাণ( ১৮ ক্যারেট)
96261 ১ ভরি স্বর্ণের দাম
8250 ১ গ্রাম স্বর্ণের দাম
6016.3125 ১ আনা  স্বর্ণের দাম
1502.434837 ১ রতি স্বর্ণের দাম
96261 ১ তোলা স্বর্ণের দাম
82500  ১০ গ্রাম স্বর্ণের দাম
8255343.36  ১ কেজি স্বর্ণের দাম

 

এখানে আম,রা ১৮ ক্যারেট সোনার দাম নিয়েও জানলাম। এখন সনাতন সোনার ব্যাপারে জানব।

সোনার ভরি কত আজকে: ১৮ ক্যারেট সোনার দাম 

Total Price স্বর্ণের পরিমাণ( ২২ ক্যারেট)
80217.5 ১ ভরি স্বর্ণের দাম
6875 ১ গ্রাম স্বর্ণের দাম
5013.59375 ১ আনা  স্বর্ণের দাম
1252.029031 ১ রতি স্বর্ণের দাম
80217.5 ১ তোলা স্বর্ণের দাম
68750  ১০ গ্রাম স্বর্ণের দাম
6879452.8  ১ কেজি স্বর্ণের দাম

 

এই পোস্টের মাধ্যমে আমরা ১ ভরি সোনার দাম জানার সাথে সাথে আরও নানা বিষয় জানতে পারেলাম। আরও কিছু বেসিক বিষয় জেনে রাখা ভাল সোনা কেনার সময়। চলুন একটু সময় নিয়ে পড়ে রাখি। কোন না কোন দিন দেখবেন ঠিক কাজে দিবে। 

স্বর্ণ কেনার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবেঃ

বিয়ে বা অন্য কোন অনুষ্ঠানে প্রিয় মানুষটির জন্য স্বর্ণে তৈরী কোন অলংকার উপহার দিতে চাচ্ছেন কিন্তু আপনি না জেনে না বুঝে হুট করে স্বর্ণের অলংকার কিনে নিলেন। এরপর দেখলেন কয়দিন পর সেই অলংকার কালো হয়ে যাচ্ছে, কালারও কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। 

 

তার মানে দাড়াচ্ছে আপনি যে অলংকার কিনেছেন তা আসল স্বর্ণ নয়। আর প্রিয় মানুষটির খুশীর জন্য তাকে উপহার দিলেন আর সেই মূল্যবান উপহার দুই নাম্বার হওয়ার জন্য আপনার সম্পর্ক আরও অবনতি হল। স্বর্ণের বর্তমান দাম

তাই স্বর্ণ কেনার আগে অবশ্যই কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে। চলুন জেনে নেই খুঁটিনাটি সেই বিষয় গুলো- সোনার ভরি কত

কত ক্যারেট এর সোনা কিনতে যাচ্ছেনঃ স্বর্ণের মধ্যে খাদ থাকে। খাঁদ না থাকলে বরং সমস্যা। কিন্তু প্রশ্ন হলো কতটুকু খাঁদ থাকতে হবে। মূলত ২৪ ক্যারেট এর যে স্বর্ণ তাতে খাঁদের পরিমাণ ০.১ পরিমান। যেখানে মূলত ৯৯.৯ পরিমাণ স্বর্ণ রয়েছে। সোনার ভরি কত

 

কিন্তু এই স্বর্ণ দিয়ে কোন অলংকার তৈরী করা যায় না। সোনার ভরি কতসোনার ভরি কত

স্বর্ণের বর্তমান দাম

আবার ২২ ক্যারেট এর সোনায় থাকে ৯১.৬% খাঁটি স্বর্ণ এবং ২১ ক্যারেটে থাকে ৮৭% খাঁটি সোনা। এই দুই ধরনের স্বর্ণ দিয়েই মূলত স্বর্ণের অলংকার তৈরী করা হয়ে থাকে। মূলত একদম খাঁটি সোনা মানে ২৪ ক্যারেট সোনা দিয়ে অলংকার 

তৈরী হবে না কারণ এই সোনা অত্যন্ত নরম। যাকে কোন শেইপ দেয়া যাবে ঠিকই কিন্তু নরম হওয়ার কারনে সহজে আবার অন্য শেইপ নিয়ে নিবে। আবার খাঁদ এর মাত্রা বেশী হয়ে গেলেও কিছু দিন পর স্বর্ণের যে কালার তা হারাতে থাকবে। 

 

ভেজাল স্বর্ণ না খাঁটি স্বর্ণ তা যেভাবে বুঝবোঃ আজকের সোনার দামGold Price Today

 স্বর্ণে মিশানো খাঁদের উপর যেহেতু  নির্ভর করে ভেজাল আর খাঁটির তাই  তা পরীক্ষা করার জন্য স্পেকট্রোমিটার নামে একটা যন্ত্র রয়েছে। এই যন্ত্রে স্বর্ণ পরিমাপের পর যন্ত্রই বলে দিবে যে স্বর্ণে কতটুকু

 

খাঁদ রয়েছে আর কতটুকু আসল স্বর্ণ। তাই  কেনার সময় দোকানদারকে বলবেন আপনাকে যেন স্পেকট্রাম মেশিনে মেপে এবং আপনাকে দেখিয়ে স্বর্ণ দেয়। তাহলে কিছুটা হলেও প্রতারণা থেকে মুক্ত হতে পারবেন। 

দরদাম করাঃ

 আমাদের অনেকেই আছেন যারা স্বর্ণের দরদাম তেমন করতে চান না। কিন্তু এটা করা বোধহয় ঠিক না। আপনার যতই টাকা থাকুক আসল দাম জেনে তারপরই সোনা কিনুন। আর দরদাম করে পণ্য কেনাও সুন্নত। স্বর্ণের বর্তমান দাম

তৈরীর উপর বিশেষ মূল্য ছাড়: 

বিশেষ ছাড়ের কথা বলে ব্যবসায়ীরা আপনাকে নকল সোনা ধরিয়ে দিতে পারে। ধরেন এক দোকানে যে টাকায় সোনা কিনছেন অন্য দোকানে মুজুরি মূল্য ফ্রী। তাহলে আপনি ফ্রী পেয়ে সেই দোকানেই স্বর্ণ কিনতে যাবেন।আজকের সোনার দাম

আরো পড়ুনঃ GOLD RATE IN BAHRIN

 

তাই সেই দোকানের স্বর্ণটা কেমন তা আগে পরীক্ষা করুন। ফ্রী পেলাম আর ঝটপট কিনে নিলাম এমনটা করা বুদ্ধিমানের কাজ হবে না। তাই বিশেষ মূল্য ছাড় এর ফাঁদে পা দিবেন না। তবে সব প্রতিষ্ঠান যে ঠক বা প্রতারক হবে তা কিন্তু নয়। মূল কথা আপনারা যেন ফঁদে পা না দেন সেই জন্যই এত কথা। 

 

কয়েক দোকান ঘুরুনঃ অনেকেরই পরিচিত কেই হয়ত স্বর্ণের ব্যবসা করে আর আপনি গিয়ে তার কাছ থেকে অফলংকার কিনে নিয়ে আসেন।

এটা করতে পারেন যদি ব্যবসায়ী একান্তই আপনার বিশ্বস্ত হয়। তবে ভাল হয় বেশ কিছু দোকান দেখে, কথা বলে যাচাইবাছাই করে তারপর অলংকার কেনা। তাই বেশ কিছু দোকান যাচাই-বাছাই করে তারপর স্বর্ণ কিনুন। 

পাথরযুক্ত  স্বর্ণ

সোনার গয়নায় পাথর যেন চোখকে আরও বেশী আকর্ষণ করে। পাথর এর জন্য স্বর্ণ দিয়ে তৈরী অলংকার যতই দেখতে সুন্দর হোক না কেন আপনার মূল উদ্দেশ্য হওয়া উচিৎ ভাল স্বর্ণ কেনা। দেখতে সুন্দর হলেই 

যে  স্বর্ণ ভাল হয়ে যাবে তার কোন কারণ নেই। তাই দেখতে সুন্দর, নানা বাহারি রংয়ের পাথরে মোড়ানো স্বর্ণ কেনার আগে নিজেকে প্রশ্ন করে নিবেন, যে স্বর্ণটা কিনছি তা কি আসল নাকি এত কোন ভেজাল আছে।

হলমার্ক দেখে নিন: Gold Price Todayসোনার ভরি কত

হলমার্ক দেখে স্বর্ণ কিনুন। স্বর্ণ এর মাঝে খোদাই করে লিখা থাকে ২৪/২২/২১/১৮ ক্যারেট এর সোনা। সাধারণত ২৪ ক্যারেট এর সোনা সবচেয়ে বেশী বিশুদ্ধ কিন্তু তা দিয়ে অলংকার তৈরী করা যায় না। তাই ২২ ক্যারেট সোনাই বেশী ভাল যদি আপনি অলংকার কিনে থাকেন। তাই প্রথমে হলমার্ক এর লিখা দেখে খাঁটি সোনা চিনে নিতে হবে। 

সোনায় লোহা মেশানো: Gold Price Today

খাঁটি সোনা চেনার আরেক উপায় হল চুম্বক দিয়ে পরীক্ষা করা। আপনি যদি খাঁটি সোনা কিনেন তাহলে 

সোনায় যদি লোহা মেশানো থাকে, তা হলে চুম্বক ধরলেই সেটা টেনে নেবে। সোনায় লোহা মোশানো আছে কি না, তা চুম্বক ব্যবহার করে অবশ্যই পরখ করে নিন।আজকের সোনার দাম

স্বর্ণের বর্তমান দাম

রাসায়নিক ও এসিড: সোনার ভরি কত

আপনি বাজার থেকে কিছু এসিড নিতে পারেন সোনা পরীক্ষা করার জন্য। একটা ড্রপারে নাইট্রিক এসিড নিন এরপর তা স্বর্ণে ওপর দু এক ফোঁটা করে ফেলুন। যদি এরফলে রং পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝতে হবে যে স্বর্ন ভেজাল। আর যদি কোন রং এর পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে যে সোনাটি খাঁটি। 

সাদা চিনেমাটির প্লেট: Gold Price Today সোনার ভরি কত

আপনি শুনলে কিছুটা অবাকই হবেন যে একটা চিনেমাটির প্লেইট এর মাধ্যমে বুঝতে পারবেন আপনার সোনা আসল নাকি নকল। প্রথমে সোনার 

গয়নাটি চিনামাটির প্লেইট এর উপর ঘষুন এরপর কিছুক্ষণ পর যদি প্লেইট এর উপর কাল দাগ পড়ে যায় তাহলে বুঝতে হবে স্বর্ণটি নকল। 

স্বর্ণের বর্তমান দাম

আর যদি প্লেইট এর উপর সোনালী রং পড়ে তাহলে বুছতে হবে স্বর্ণটি আসল। এখন বাসায় থাকা অলংকারটি নিয়ে পরীক্ষা করে দেখুন আপনার সোনার অলংকার আসল নাািক নকল। 

দুই গ্লাস পানি পরীক্ষা:Gold Price Today

সোনার ভরি কত
                                                                                                 সোনার ভরি কত

 

একটা পাত্র নিন। এরপর সেই পাত্রে দুই গ্লাস পানি নিন। সেই পানির মাঝে স্বর্ণের তৈরী অলংকারটি রাখুন। যদি অলংকার ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে স্বর্ণটি নকল। আর যদি তা পুরোপুরি ডুবে যায় তাহলে বুঝতে হবে যে এটি আসল। আজকের সোনার দাম

দাঁতে কামড়: Gold Price Today

আপনি যে সোনার অলংকারটি কিনেছেন বা তৈরী করেছেন তার গাঁয়ে দাঁতে কামড় দিন। যদি অলংকার এর গাঁয়ে হালকা দাগ পড়ে তাহলে বুঝতে হবে যে এটি 

আসল সোনা। আর যদি এতে কোন দাগ বা রেখাপাত না হয় তাতে বুঝতে হবে যে এটিতে বেশী পরিমাণ অন্য ধাতুর ভেজাল মেশানো আছে। তাতে দাঁতে কামড়ে বুছে নিন স্বর্ণ আসল নাকি নকল। 

 

ভিনেগার দিয়ে পরীক্ষা: Gold Price Today

সোনার যে অলংকার তৈরী করেছেন তাতে কয়েক ফোঁটা ভিনেগার দিন । এরপর যদি দেখেন স্বর্ণের রং পরিবর্তন হয়েছে  তাতে বুঝবেন স্বর্ণ ভেজাল। আর যদি বোঝেন যে এটরে রং পরিবর্তন হয় নি তাহলে বুঝতেত  হবে এটি আসল সোনা। সোনার ভরি কত

 

ঘাম দিয়ে খাঁটি সোনা পরীক্ষা: সোনার ভরি কত

সাধারণত ঘামের সংস্পর্শে সোনা রাখলে তাতে ঘামের গন্ধ করে না। তাছাড়া ঘামের কারণে কোন বিক্রিয়াও করে না। আর যদি সোনার মধ্যে ঘামের গন্ধ ধরে তাহলে বুঝতে হবে এটি ভেজাল সোনা। সোনার ভরি কত

বিশ্বস্ত দোকানী: সোনার ভরি কতসোনার ভরি কত

নকল সোনা কিনতে না চাইলে এমন দোকান থেকে স্বর্ণ কিনবেন যাদের দীর্ঘ দিনের সুনাম রয়েছে বাজারে। বহুদিন ধরে ব্যবসা করে আসছে। আর যদি একান্ত বিশ্বস্ত দোকানীর কাছ থেকে অলংকার কিনতে পারেন তাহলেতো আর টেনশন এর কারণই নেই। তাই বিশ্বস্ত দোকান থেকে স্বর্ণ কিনুন। সোনার ভরি কত

 

আশা করি বিস্তারিত বলতে পেরেছি। তারপরও যে সীমাবদ্ধতা আছে বলে আপনার মনে হয়েছে তা আমাাদের কমেন্ট করে জানাতে পারেন। আজ তাহলে এই অব্দিই। ভাল থাকেন সবাই আর জানাবোঝা পরিবারের সাথেই থাকেন।



		

Leave a Comment