JANA BUJHA

রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা? Best 2024

 রোজা রেখে চোখে ড্রপ দেয়া নিয়ে আপনার মনে প্রশ্ন আছে। তাই না? চোখে, নাকে, কানে ড্রপ দিলে

কী রোজা ভেঙ্গে যাবে? এসব এরই উত্তর জানবো আজকে। 

রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা?

 

রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা?

 

আমরা রোজা রাখি নিজেদের সংযম, আত্মশুদ্ধির মধ্য দিয়ে নিজের ভুল-ত্রুটি গুলো সংশোধন করে সত্যিকারের মানুষ হওয়ার জন্য।

আর আল্লার তরফ থেকে মানুষকে তিনি নানাভাবে পরীক্ষা করে থাকেন। তাই ‍রোজা আমাদের প্রতিটি মুসলমানের জন্য এক আত্মশুদ্ধির সুযোগ ।

 

রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা?

প্রতিটি মুসলমান রোজা রাখেন তার রবকে খুশি করার জন্য। আর এই জন্য তাকে সারাদিন না খেয়ে, চোখের, কথার, মুখের, চলাফেরার মাঝে সংযম এনে রোজা পালন করতে হয়।

রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা?

যেহেতু আমাদের প্রতিদিনকার রুটিন বাদ দিয়ে রোজায় নতুন এক রুটিনে চলতে হয়, তাই কিছুটা সমস্যা অনেকে পোহায়। হয়ত ঘুমের ক্ষেত্রে, নয়ত খাওয়ার ক্ষেত্রে। তবুও রোজা মানুষের নানা উপকারই করে থাকে যা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। 

রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা?

রোজায় যেহেতু কোন পানাহার করা যায় না। তাই মুখের ভেতরে কোন কিছু গেলে কি রোজা ভেঙে যায় কি না তা নিয়ে অনেকের নানা প্রশ্ন রয়েছে। এমনই একটি প্রশ্ন হলো রোজা রেখে চোখে ড্রপ দেয়া যাবে কি না?

 

 

রোজা রেখে চোখে ড্রপ দেয়ার নির্দেশ :

 

হ্যাঁ, রোজা রেখে চোখে ড্রপ দেয়া যাবে। তবে এর মাঝে একটা শর্ত রয়েছে।  যদি চোখের ড্রপ এর ফোটা খাদ্যনালীতে পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে। তবে কথা থাকে যে সাধারণত চোখের ড্রপ এর ফোটা খাদ্যনলীতে যায় না। 

রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা?

চোখে ড্রপ দেয়ার পর অল্প কিছু ওষুধ গলায় যেতে পারে। যা অনায়াসেই থুথুর সাথে ফেলে দেয়া যায়। তাই খাদ্যনালীতে যাওয়ার কথা না। 

 

তবে এখানে চোখে ড্রপ দেয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চললে ভাল হয়। যেমন অনেকে বিছানায় শুয়ে চোখে ড্রপ দিয়ে অনেকক্ষণ শুয়ে থাকেন। ড্রপ দেয়ার পর বিছানায় দীর্ঘক্ষণ শুয়ে থাকা ঠিক হবে না। 

 

রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা?

ড্রপ দেয়ার পর দাড়িয়ে যাবে বা দাড়িয়েও ড্রপ দেয়া যেতে পারে। 

 

সাধারণত চোখের ড্রপ এক বা দুই ফোটা পরিমাণ দিতে হয়। তাই সামান্য ওষুধ ইচ্ছাকৃত ভাবে না খেয়ে ফেললে পেটে যাওয়ার কথা না

 

রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা?

আরো পড়ুনঃ

 

এক নজরে রোজা রেখে চোখে ড্রপ দেয়ার আলোচনা- 

 

  • রোজা রেখে চোখে ড্রপ দেয়া যাবে। 

  • রোজা রাখা অবস্থায় ড্রপ এর পানি ইচ্ছাকৃত না গিলে ফেললে সমস্যা হবে না।

  • রোজা রেখে চোখে ড্রপ দিলেও খাদ্যনালীতে পৌঁছাতে পারবে না। 

 

  • রোজা রেখে চোখে ড্রপ দিলেও অনেকক্ষণ ধরে শুয়ে থাকা উচিৎ হবে না। 

  • দাড়িয়ে ড্রপ দিলে সহজে গলায় প্রবেশ করবে না। আর তাতে রোজা ভাঙারও চান্স থাকে না। 

 

রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা?

সবশেষ কথা হলো ইসলাম মানুষের শান্তির জন্য। মানুষের কল্যাণই এর মূর উদ্দেশ্য। তাই কারও অসুস্থতার বিষয়ে আল্লাহ অবশ্যই ছাড় দিবেন কেননা অসুস্থতাওতো তারই পরীক্ষা।

তাই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো আর আল্লাহ আমাদের অসুবিধায় ফেলবেন তা তো না। তিনি তো আমাদের অন্তরযামী। তাই সবশেষ কথা একটাই  একটু সতর্ককতা অবলম্বন  রোজা রেখে চোখে ড্রপ দেয়া যাবে। 

 

রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা?

Leave a Comment