JANA BUJHA

ইটের মাটি প্রস্তুত সংক্রান্ত নানা তথ্য

 

ইটের মাটি প্রস্তুত সংক্রান্ত নানা তথ্য
মাটি থেকে ইট প্রস্তুত


ইট তৈরীর প্রধান কাঁচামাল মাটি। তাই ইটের মাটি
প্রস্তুত করা একটা জটিল ও গুরুত্বপূর্ণ কাজ। আর সেই কাজটি কিভাবে করা প্রয়োজন, কি
কি প্রতিবন্ধকতা রয়েছে মাটি প্রস্তুতে, এমনকি কি কি সরকারি আদেশ- নিষেধ রয়েছে ইটের
মাটি প্রস্তুত এর ক্ষেত্রে তা আলোচনা করা হবে এই লিখার মাধ্যমে।

 

সব
রকম মাটি দিয়ে ইট তৈরি করা যায় না। তাই ইট তৈরিীর ক্ষেত্রে মাটি সিলেকশন খুব সতর্কতার
সাথেই করতে হবে। স্বাভাবিক মানের মাটি বা নিষ্ক্রিয় মাটি ইট তৈরির জন্য উপযোগী।
এছাড়া ভালো মানের ইট তৈরিতে ডুপি টিলা
  স্তর সমষ্টির মাটি বেশ
উপযোগী। সাধারণত লৌহ ক্যালসিয়াম ও অন্যান্য উপাদান ধারণকারী অপরিশোধিত মাটি ইট
তৈরিতে ব্যবহৃত হয়। যেহেতু ইট তৈরীর জন্য মাটি একটি অত্যাবশ্যকীয় মৌলিক উপাদান।

তাই ইটের জন্য ভালো মাটি প্রস্তুত একটি
গুরুত্বপূর্ণ কাজ। ইটের জন্য বর্ষার পূর্বেই মাটি সংগ্রহ ও প্রস্তুত করতে হয়।
মাটি সংগ্রহ করে তা
  স্তুপাকৃতি করে রাখা হয়। এতে
মাটি উত্তমরূপে প্রস্তুত হয়। এভাবে জমাকৃত মাটি তার গুনগত মান অক্ষুন্ন রাখে। আর
এই প্রক্রিয়াকে ওয়েদারিং বলে।

পড়ুনঃ


ইট তৈরির জন্য কাদা প্রস্তুত করতে হয়। এই কাদা
প্রস্তুতির জন্য বর্ষার পর পক্ষকালের মধ্যেই কাদার সাথে নানা প্রকার উপাদান মিশ্রণ
করতে হয়। যেমন চুন বালি অ্যালুমিনিয়াম ইত্যাদি।

প্রয়োজনমতো সকল উপাদানের মিশ্রণকে ব্লেন্ডিং বলে।

বর্ষার পূর্বে স্তুপাকৃত মাটি কোদালের সাহায্যে
কেটে প্রয়োজন অনুপাতে পানি মিশিয়ে উত্তমরূপে প্রস্তুত করতে হয়।

এর মাধ্যমে কাদাকে সমস্ত ও নমনীয় করে প্রস্তুত
করতে হয়। আর এই কার্যক্রম কে টেম্পারিং বলে।

ইট তৈরির ধাপ



উত্তম মানের ইট তৈরির ক্ষেত্রে নিম্নত্ব
পর্যায়ক্রমিক ধাপগুলো অনুসরণ করতে হয়।





ইটের কাদা নির্বাচন(selection of brick clay)

২ কাদা প্রস্তুত করণ(preparation of brick clay)
৩ ইট কাটা বা তৈরি করন (brick moulding)
৪ ইট শুকানো (
  Brick drying)
৫ ইট পোড়ানো (Brick burning)

ইটের কাদায় যেসব ক্ষতিকর উপাদান থাকে

১ ক্ষার
২ পাথর খন্ড
৩ চুনাপাথর বা লাইম
৪ আয়রন পাইরাইটস
৫ লবন
৬ অতিরিক্ত জৈব পদার্থ।


ইটের সীলমোহর বা সনাক্তকরণ চিহ্ন (frog mark on
brick)কেন রাখা হয়?



১. ইটের জোড়ার মসলা রাখা ও সংযুক্তিতে সহায়তা
করা।

২. নির্মাণকারী প্রতিষ্ঠানের নামের স্বাক্ষর বহন
করা।

৩. কাজের সময় সহজেই ধরে নড়াচাড়া করার সুবিধার
জন্য।

ইট  কেন পুড়ানো হয়?



১. ইটের শক্তি ও শক্ততা বৃদ্ধি করা।
২. ইটের কাঠিন্য বৃদ্ধি করা
৩. আবহাওয়ার প্রতিকূলতায় টিকে থাকার জন্য।

৪.
ব্যবহার উপযোগী করা

 


মাটি
প্রস্তুতের ধাপ ও প্রক্রিয়া

শীতের শুরুতে ইট তৈরী শুরু করা হয়। মাটি সংগ্রহ
করা হয় সাধারণত পুকুর, খাল থেকে। তবে সমতল ভূমি থেকেও সংগ্রহ করা হয় মাটি।

মাটি প্রস্তুত এর জন্য মাটিকে নরম করতে হয়।
এরপর একে ছাঁচে ফেলা হয়। আর ঐ সময় মাটিকে নরম ও প্রস্তত উপয়োগী করতে পাগমিল নামে এক
যন্ত্রে ফেলা হয়।

 

এই মেশিনটি সাধারণত শেলু মেশিন দিয়ে চলে।
প্রথমে শ্রমিকরা একটি গোল আকৃতির চোঙের মধ্যে মাটি ফেলে। এই চোঙটি স্টিলেরন তৈরী। এক
দেখতে অনেকটা ছোট কূপ এর মত মনে হতে পারে। আর সেই কূপে একটি দন্ড  বা রোলার ঘূর্ণনরত অবস্থায় ঘুরতে থাকে। এরসাথে পরিমাণমত
পানি মেশাতে হয়। এরপর মেশিন সেই দন্ড বা রোলারটিকে ঘুরাতে থাকে এবং ইট তৈরীর ছাঁচে
ফেলে ইট প্রস্তুত উপযোগী করা হয়। তারপর ডাইসে ফেলে ইট এর অবয়ব প্রস্তুত হলে তা রোদে
শুকাতে দেয়া হয়। এরপর পর্যায়ক্রমে ইটকে ইটভাটার চুল্লিতে পোড়ানো হয়।

 আরো পড়ুনঃ

 

ইট প্রস্তুত  ও ভাটা স্থাপন( নিয়ন্ত্রণ) আইন

 2013 (2013 m‡bi 59 bs AvBb) [evsjv‡`k †M‡R‡Ui
AwZwi³ msL¨vq 20 b‡f¤^i 2013 Zvwi‡L cÖKvwkZ Ges cieZ©x‡Z Aa¨v‡`k bs 02/2018
Øviv ms‡kvwaZ ]

 

 

মাটির ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ক আইনঃ

 

১.
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ইট তৈরীর জন্য কৃষিজমি, পাহাড়,
টিলা মাটি কাটিয়া বা সংগ্রহ করিয়া ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করিতে পারিবেনা। এটি
আপাতত অন্য আইনে যা কিছু থাকুক না কেন।

 

২. কোন ব্যক্তি
ইট তৈরীর জন্য খাল, বিল, পুকুর, নদ-নদী, হাওর-বাওর,
PivÂj বা পতিত জায়গা

হইতে মাটি কাটিতে
বা সংগ্রহ করিতে পারিবে শুধুমাত্র জেলা প্রশাসক এর অনুমতিক্রমে। তবে এত শর্ত থাকে যে,
ইটভাটার মালিক ইট প্রস্তুত এর মাটি কোথা থেকে সংগ্রহ করবে তা ইট ভাটার লাইসেন্স এর
জন্য যে আবেদনপত্র দাখিল করবে তাতে উল্লেখ করতে হইবে।

 

৩. ইটের কাঁচামাল
হিসেবে মাটির ব্যবহার হ্রাস করার জন্য সরকার, সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নির্ধারিত
সময়সীমার মধ্যে ইটভাটায় উৎপন্ন ইটের একটি নির্দিষ্ট হারে ছিদ্রযুক্ত ইট ও ব্লক প্রস্তুতের
জন্য নির্দেশনা জারি করতে পারিবে।

৪. মাটির ব্যবহার
হ্রাস করবার উদ্দেশ্যে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ইটের বিকল্প হিসেবে
ব্লক তৈরী ও ব্যবহার বাধ্যতামূলক করিতে হবে।

 

Leave a Comment