JANA BUJHA

হার্নিয়া রোগ এর লক্ষণ||কারণ||চিকিৎসা Best 2023

 আমাদের সকলেরই হার্নিয়া রোগ এর  লক্ষণ, কারণ, জটিলতা, প্রতিকার, চিকিৎসা (Hernia Disease Symptoms||Causes||Treatment)সম্পর্কে জানা উচিৎ।

হার্নিয়া রোগ এর লক্ষণ||কারণ||চিকিৎসা

 

হার্নিয়া রোগ এর লক্ষণ কারণ চিকিৎসা Hernia Disease Symptoms||Causes||Treatment

হার্নিয়া (Hernia Disease) আমাদের দেশে সচরাচর দেখা যায়, এটি এমন একটি সমস্যা। সাধারণতঃ শরীরে কিছু অংশ বাহিরের দিকে বের হয়ে যাওয়াকে হার্নিয়া (Hernia Disease) বলা হয়। প্রাথমিক অবস্থায় কেবলমাত্র গোড়ার দিকে সামান্য ফোলা থাকে। 

 

পরবর্তীতে ফোলা বাড়তে বাড়তে স্ক্রুটামে ঢুকে যায়। কুচকি ও অন্ডথলি (Scrotum) অস্বাভাবিকভাবে ফোলে এবং ব্যথা থাকতে পারে। আমাদের পেটের ভিতরে থাকে খাদ্যনালী যা মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত।

 

হার্নিয়ার (Hernia Disease) ক্ষেত্রে পেটের দেয়ালের কিছু দূর্বল অংশ দিয়ে ক্ষুদ্রান্তের অংশ বিশেষ ক্রুটামে যায় । তখন এ জায়গাটা ফুলে যায় । আর এই ফুলে যাওয়াকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নাম দেয়া হয়েছে হার্নিয়া।

 

হার্নিয়া রোগের কারণ Hernia Disease Causes :

আমাদের তলপেট ও পেটের কিছু অংশ আছে যেগুলি পার্শ্ববর্তী অংশ থেকে অপেক্ষাকৃত দূর্বল। কোন কোন লোকের ক্ষেত্রে
জন্মগতভাবে এ অংশগুলো অন্যান্যদের তুলনায় অপেক্ষাকৃত বেশী দূর্বল থাকে।

 

পাশাপাশি পেটের ভিতরে চাপ যদি বেশী হয়। যেমন-পুরানো কাশি, হাঁচি, কোষ্টকাঠিন্য, প্রস্রাব আটকে যাওয়া, যেমন প্রোষ্টেটগ্রন্থি বড় হয়ে গেলে ইত্যাদি অবস্থায় ক্ষুদ্রান্তের কিছু অংশ দূর্বল অংশগুলি দিয়ে বেরিয়ে আসে। এতে হার্নিয়া হয় ।

 

পুরুষদের হার্নিয়া Hernia Disease of Men

দেহের নানা জায়গায় হার্নিয়া (Hernia Disease) হতে পারে। উদর ও উরুর সংযোগ স্থানে এমনটি ঘটতে পারে। এরকম হলে পরে ইহা ব্যবস্থা না নিলে অন্তকোষ পর্যন্ত চলে যেতে পারে। ইহাকে ইনগুইনো-ক্রোটাল হার্নিয়া বলে। এটা মূলতঃ পুরুষদের বেলাতেই হয় ।

 

আরো পড়ুনঃ

 
মেয়েদের হার্নিয়া Hernia Disease of Women

মহিলাদের ক্ষেত্রে উরুর ভিতরের দিকে স্ফীতি দেখা দেয়। এটাকে ফিমোরাল হার্নিয়া (Hernia Disease) বলে । কিছু ক্ষেত্রে নাভির চারপার্শ্বে বা কোন একপার্শ্বে ফুলে যায় । এটাকে আম্বিলিকাল হার্নিয়া বলা হয় ।

 

আগে কোন জায়গায় অস্ত্রোপচার করা হয়েছে এমন জায়গায়তে ও হার্নিয়া হতে পারে । এটাকে ইনসিশনাল হার্নিয়া(Hernia Disease) বলে ।

হার্নিয়া রোগের উপসর্গ/লক্ষণঃHernia Disease Symptoms

১. কুচকি বা অন্ডকোষের থলি ফুরে যাওয়া।

২. নাভির ফুলে যাওয়া।

৩. উরুর গোড়ার ভিতরের দিকে ফুলে যাওয়া ।

৪. পূর্বে অপারেশন করা হয়েছে এমন জায়গা ফুলে যাওয়া ।

 

হার্নিয়া রোগ Hernia Disease এর ফলে কি কি জটিলতা হতে পারে
  • 1.   খাদ্যনালী আটকে এবং বন্ধ হয়ে যেতে পারে-
  • 2.   প্রচন্ড ব্যথা,
  • 3.   বমি বমি ভাব,
 
  • 4.    বমি হতে পারে,
  • 5.   পায়খানা/পায়ুপথে বাতাস না যাওয়া ।
  • 6.    আরো বিলম্ব হলে আটকে যাওয়া খাদ্য নালীর অংশে রক্ত সরবরাহ বিঘ্নিত হয়ে গ্র্যাংগ্রিন (Gangrene) হতে পারে।
 
  • 7.    পেরিটোনাইটিস
  • 8.   সেফটিসেমিয়া
 
  • 9.   শক
  • 10.মৃত্যু
 

 

হার্নিয়া রোগ Hernia Disease এর চিকিৎসা : Hernia Treatment

এ রোগের একমাত্র চিকিৎসা হলে সাজারী বা শল্য চিকিৎসা । রোগ সনাক্তকরে রোগীকে কোন অভিজ্ঞ সার্জন বা হাসপাতালে সার্জারী বিভাগে যোগাযোগ করে অপারেশন করাতে হবে।

অবস্ট্রাকটিভ হার্নিয়া হলে জেনারের ফিজিশিয়ান এর পরমার্শমত প্রাথমিক চিকিৎসা নিয়ে দেরী না করে হাসপাতালে বা বিশেষজ্ঞের কাছে অপারেশনের জন্য রোগীকে পাঠাতে হবে।

Hernia Disease এর অবস্থা

এই রোগ নিয়ে আমাদের দেশসহ সারা দুনিয়াতেই অভাব নেই রোগীর। এখানে আমরা কিছু সাধারণ পরিসংখ্যান তুলে ধরবো আপনাদের সামনে। আপনি শুনলে অবাক হবেন যে, বর্তমানে শুধু আমেরিকাতে ৫ মিলিয়নেরও বেশী রোগী রয়েছে। 

আবার সাধারণত ২৭% পুরুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকে। যেখানে নারীরা মাত্র ৩% আক্রান্ত হয় এই রোগে। এন্টার ফর হার্নিয়া ফেয়ার  এর তথ্য অনুযায়ী পুরুষরা নারীদের চেয়ে ৮ গুন বেশী এই রোগে আক্রান্ত হয়ে থাকে। এই রোগীদের মধ্যে ২০% রোগী ব্যাথামুক্ত হার্নিয়ার আক্রান্ত। ব্যাথা হয় এমন রোগীদের সংখ্যা কোন অংশেই কম নয়। 

 

কোন ধরনের হার্নিয়া (Hernia Disease) সচরাচর দেখা যায়

Inguinal Hernias সচরাচর দেখা যায়। পুরুষরা এইটাতে বেশী আক্রান্ত হয়। ইনগুইনাল লিগামেন্টের উপরে একটি দুর্বল জায়গায় এনস্টেহট ঘটে, যা কুঁচকির উপরে থাকে। এটি হার্নিয়া সাধারণ ধরনের। তবে নারীদেরও হয়ে থাকে। 

স্পিগেলিয়ান Spigelian টাইপ হার্নিয়াগুলি অত্যন্ত বিরল।  সমস্ত পেটের প্রাচীরের মধ্যে এই  হার্নিয়া গুলি হয়ে থাকে। প্রাথমিকভাবে মহিলাদের এবং ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে বেশী লক্ষ্য করা যায়।

অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে হার্নিয়া হলেই কী অপারেশন করতে হবে। না এটা একদম ভূল ধারণা। হার্নিয়া (Hernia Disease)হলেই অপারেশন লাগে না।এই রোগ নিয়ে অনেকে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। তবে যাদের ব্যাথা থাকে তাদের খুব দ্রুত অপারেশনে যাওয়া উচিৎ। 

সবচেয়ে বড় কথা হার্নিয়িায়(Hernia Disease) ভয় এর কিছু নেই। যদি মারাত্মক ব্যাথা থাকে তবে ডাক্তার এর পরামর্শ নিয়ে অপারেশন করলে দ্রুত সেরে উঠা যায়। 

Leave a Comment