প্রেমিক হৃদয়ের কথামালা:
প্রেমিক হৃদয় কত কথাই না বলতে চায়। কত চিন্তার ভিড়ে নিজেকেই সে হারায়। আর যে নতুন প্রেমিক তার স্বপ্ন বুনে তিলে তিলে তাল করে আর যে ব্যর্থ পুরোনো প্রেমিক তার যাতনার শেষ থাকে না।
সেই দুধরনের প্রমেকি হৃদয়ের কথামালা দিয়েই এই আয়োজন। সাথে থেকে ভালবাসা দিয়ে কবি হৃদয় ভাল থাকার বাসনা খুঁজে ফেরে এক ভালবাসার ফেরিওয়ালা হতে চায়।
মাঝে মাঝে
সুদীপ্ত মুখার্জি
মাঝে মাঝে মনে হয়,
কোন এক বেশ্যাকে বিয়ে করে নেই।
আর যাই হোক ভালবাসার মূল্য বুঝবে অন্তত।
(প্রেমিক হৃদয়ের কথামালা )
মাঝে মাঝে মনে হয়,
সঞ্চিত সকল অর্থ কিংবা
জীবনের শ্রেষ্ঠতম অর্জন, চরিত্র।
ঢেলে দেই কোন অযাচিত রমণীর পায়ে।
ভালবাসা না হোক সম্ভোগতো পাব।
(প্রেমিক হৃদয়ের কথামালা )
নাই হোক সে আমার বনলতা সেন
নাই রাখুক পাখির নীড়ের মত চোখ মোর চোখে
তবুও তীব্র যন্ত্রণার ঘনীভূত মেঘ সরায়ে
আমায় খানিক শান্তিত দেবে অবসরের।
(প্রেমিক হৃদয়ের কথামালা )
মাঝে মাঝে মনে হয়,
যদি একবার কাছে পেতাম!
বিশ্বাস কর হে অতীতের প্রিয়তমা।
(প্রেমিক হৃদয়ের কথামালা )
আমি ফরমালিনের বোয়ামে বাঁধিয়ে রাখতাম
তোমার আঙুলের ছাপ।
প্রতিটা আঙুলের ছাপ নিয়ে আমি পোস্টার বানাতাম
ছেয়ে ফেলতাম শহরের অলিগলি,
(প্রেমিক হৃদয়ের কথামালা )
হারানো বিজ্ঞপ্তি দিয়ে।
মাঝে মাঝে মনে হয়,…!
আরো পড়ুন:
নিশাচর নতুন প্রেমিক
সুদীপ্ত মুখার্জি
নিশ্চিন্তে পৃথিবী ঘুমায় নিশ্চুপ
তুমিও বারবার উলঙ্গ হও প্রিয়তমা
স্বেচ্ছায় কিংবা সময়ের দাবিতে
শুধু কান্নার রেশ রয়ে যায়।
অন্তরের গভীর থেকে গভীরে
যে ক্ষত চিহ্ন বেয়ে রক্ত ঝরে হরদম
তার সবটুকু শুষে নেয়
নিশাচর নতুন প্রেমিক।
অতঃপর আবার ভাত ঘুমে
অবগাহন কর নিশিথের নিস্তব্ধতায়।
নিকোটিনের তীব্র প্রবাহে গা ভাসিয়ে কোন যুবক
তখনো রোমন্থনে ব্যস্ত তোমার স্মৃতি।
শুধু সময় বহিয়া যায় সাথে হৃদয়,
শুধু জীবন বহিয়া যায় আর স্মৃতি।
(
nice 🥰
ভাল লাগলো