JANA BUJHA

কিভাবে এবং কোথায় বডি স্প্রে ব্যবহার করবেন?

কিভাবে এবং কোথায় বডি স্প্রে ব্যবহার করবেন?

 দৈনন্দিন জীবনে চলার
পথে আমরা প্রায়ই এমন কিছু অসহ্য পরিস্থিতির সম্মুখীন হই যখন কিছু বলাও যায় না আবার
সহ্যও করা যায় না। বাসে কিংবা অফিসে, শপিংমলে কিংবা রাস্তায়, অপরিচিত কিংবা পরিচিত,
আপনজন অথবা দূরের যে কারও দ্বারা এই সমস্যার সম্মুখীন হতে পারেন।
 


আর সেই সমস্যাটি হচ্ছে ঘামের দুর্গন্ধ। ঘামের দুর্গন্ধ
যার শরীর থেকে আসে তাকে না পারা যায় কিছু বলতে আর না পারা যায় সইতে। আর এই সমস্যার
সহজ একটি সমাধান হচ্ছে সুগন্ধি/বডিস্প্রে ব্যবহার করা। আর এই বডিস্প্রে কম বেশী আমরা
সবাই ব্যবহার করি। কিন্তু কোথায়, কখন, কিভাবে বডি স্প্রে ব্যবহার করতে হয় তা আমরা
কয়জনই বা জানি। তাই আজকে এই বিষয় গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।

 

 বডি স্প্রে ব্যবহারের কি কি উপকারিতা

 

 ১.  ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার তাৎক্ষণিক ও সহজ
সমাধান।

২. আপনার ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করবে।

৩. সুগন্ধি ব্যবহারে মন থাকবে ফুরফুরা ও সতেজ।

৪.  আত্মবিশ্বাস
বৃদ্ধি করে।

৫. বডি স্প্রে ব্যবহার ঘুম ভালো হতে সাহায্য করে।

৬. অন্যকে আপনার প্রতি আকর্ষণ করতে পারবেন খুব সহজেই।

৭.  অন্তরঙ্গ হওয়ার
সময়কে করে তুলবে আরও উপভোগ্য।

 


 কিভাবে এবং কোথায় বডি স্প্রে ব্যবহার করবেন

শরীরের যেসব জায়গা
কম ঘামে সেসব জায়গায় বডি স্প্রে ব্যবহার করলে দীর্ঘক্ষণ সুগন্ধ স্থায়ী হয়। তাই
শরীরের কোথায় বডি স্প্রে ব্যবহার করা ভালো তা প্রথমে জানা যাক।

 মাথার চুল
হ্যা, অনেকের কাছে শুনতে অবাক মনে হলেও এটাই সত্য। গবেষকরা বলেন চুলে বডি স্প্রে ব্যবহার
করা উত্তম। তবে সরাসরি চুলে স্প্রে করবেন না। চিরুনিতে স্প্রে করে তারপর চিরুনি দিয়ে
মাথা আচড়িয়ে নিন। ব্যাস, হয়ে গেল মাথার চুলে বডি স্প্রে ব্যবহার।

 

 কানের পেছনেঃ
 কানের পেছনের জায়গাটি কম ঘামে। তাই সেখানে দেয়া
যেতে পারে বডি স্প্রে।

 গলায়ঃ  গলায় স্প্রে করলে অনেকক্ষণ স্থায়ী হবে সুগন্ধ।
আর এখানে স্প্রে ব্যবহার করলে সহজেই ঘ্রাণ ছড়িয়ে পড়বে।

কনুই ও কব্জিতেঃ এই জায়গাগুলোতে গরমের মাত্রা কম
থাকে এবং ঘামের পরিমাণও কম হয়। তাই কনুই ও কব্জিতে ব্যবহার করা যেতে পারে বডিস্প্রে।

 বগলেঃ
সবচেয়ে বেশি দুর্গন্ধ তৈরি হয় বগলের নিচে। কারণ এই জায়গা গুলোতে বাতাস যাওয়া আসা
করতে পারে না। তাই ঘামে সবসময় ভেজা থাকে বগল। তাই বগলে ব্যবহার করতে পারেন বডি স্প্রে।
তবে বগলে প্রচুর ঘাম এর জন্য স্প্রে দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই
শরীরের যেসব জায়গায় ঘামে ও বেশি গরম থাকে সেসব জায়গায় বডি স্প্রে ব্যবহার না করে
বরং কম গরম বা ঘামের মাত্রা কম এমন জায়গায় বডি স্প্রে ব্যবহার করা উচিত তাহলে  দীর্ঘস্থায়ী হবে ঘ্রাণ।

 

 

আরো পড়ুনঃমানুষের ক্ষমতা কতটুকু?



কখন ব্যবহার করবেন বডি স্প্রে

আমরা সাধারণত সকালে
উঠে গোসল করে বডি স্প্রে ব্যবহার করি। অথবা কোথাও যাচ্ছি বা অফিসে, বাজারে বা বাহিরে
কোথাও বের হওয়ার আগে বডি স্প্রে ব্যবহার করি। কিন্তু গবেষকদের বলেন অন্য কথা- রাতে
ঘুমানোর আগে বডি স্প্রে ব্যবহার করা উত্তম। 


গবেষকরা পরামর্শ দিয়েছেন রাতে ঘুমানোর
আগে বডি স্প্রে ব্যবহারের। বডি স্প্রে কাজ করতে কিছুক্ষণ সময় নেয়। এটি শরীরে শুকিয়ে
গেলে তা যেসব ব্যাকটেরিয়া ঘাম তৈরী করে তার সাথে ঠিক মত ফাইট করতে পারে। 


রাতের আবহাওয়া
থাকে খুব নরম এবং স্নিগ্ধ আর সারাদিন আবহাওয়া থাকে খুব উষ্ণ। তাই আপনি রাতে ঘুমানোর
আগে বডি স্প্রে ব্যবহার করবেন এতে দীর্ঘস্থায়ী ফলাফল পাবেন।

 

তাছাড়া বডি স্প্রে
ব্যবহার করার পর সাথে সাথে কাপড় চোপড় পড়া ঠিক নয়। স্প্রে ব্যবহারের পর কিছুক্ষণ
সময় নিতে হবে এতে করে বডিস্প্রে শুকিয়ে ব্যাকটেরিয়াকে মোকাবেলা করার সুযোগ পাবে।
যদি কাপড় পড়ে নেয়া হয় তাহলে আর শুকানোর সুযোগ থাকবে না আবার পাশাপাশি কাপেড়েও লেগে
যাবে।


  আপনার শরীরে
যদি বেশি দুর্গন্ধ তৈরি হয় তাহলে সাথে একটি বডি স্প্রে রাখতে পারেন। যখন প্রয়োজন
হবে অফিসে কিংবা ব্যবসার স্থানে অথবা রাস্তায় কাজের মাঝে যখনই সময় পাবেন ব্যবহার করে
নিতে পারেন বডি স্প্রে। 


বডি স্প্রে কোথায় ব্যবহার করে যাবেন তা নিয়ে অনেকেই একটু
খামখেয়ালিপনা করেন। যেমন অনেকেই চিন্তা করেন যে আমিতো বাসায়ই আছি কেন এখন বডি স্প্রে
দেবো? কিন্তু সত্যি কথা বলতে, বিশ্বাস করেন মেয়েরা বডি স্প্রে অনেক পছন্দ করে।

 তাই
আপনার ঘরে বেশি জরুরি বডি স্প্রে ব্যবহার করা, যখন আপনার পাশে রয়েছে আপনার বিবাহিতা
স্ত্রী।

 নতুন কোন পরিবেশে যাচ্ছেন? তাহলে আপনি একটি ভালো
সুগন্ধি বডি স্প্রে ব্যবহার করে যেতে পারেন।  আপনি হয়ত বিশ্বাস করতে পারবেন না ঠিক এই সুগন্ধির
জন্য আপনার অপরপক্ষের ব্যক্তির অবচেতন মনে 


আপনার প্রতি এক ধরনের পজেটিভ ভাইব তৈরী হবে।
যা আপনার গ্রহণযোগ্যতা সহজেই বাড়িয়ে তুলবে। যার ফলে আপনার কাজের মধ্যে নিয়ে আসতে পারে
সফলতা। 


তাই নতুন কোন পরিবেশে গেলে ,কোন ব্যবসার ডিল হোক বা চাকরির প্রয়োজনে, অন্য
কোথাও ঘুরতে গেলে, নতুন কোন মানুষের সাথে পরিচিত হতে গেলে আপনার  সুন্দর ও সুগন্ধযুক্ত একটা বডি স্প্রে ব্যবহার করা
উচিৎ যা আপনার যে কোন উদ্দেশ্য পূরনে হবে সহযোগি।

Leave a Comment