নীল আকাশ নিয়ে ক্যাপশন nil akash niye caption লিখে যেহেতু আপনি সার্চ করেছেন সেহেতু নীল আকাশ নিয়ে সেরা ক্যাপশন বা উক্তিগুলো পেয়ে যাবেন ইনশা্ল্লাহ।
নীল আকাশ নিয়ে ক্যাপশন nil akash niye caption
১. নীল আকাশে স্বপ্নরা খেলা করে আর সেখানে সম্ভাবনারা স্বপ্নদের সাথে মিতালী করে বাস্তব হয়ে মানুষের জীবনকে গড়ে তোলে।
২. নীল আকাশ সবসময় একই থাকে কিন্তু তা প্রতিদিন মানুষের মনকে পরিবর্তন করে দেয়।
৩. প্রিয় জনকে পাওয়া মানে নীল আকাশকে হাতে পাওয়া, তাই নীল আকাশকে আপন করে পেতে চাইলে নীল আকাশকে ভালবাস।
৪. এই নীল আকাশকে ছুঁয়ে দেখার যে বাসনা আমার মনে বাসা বেধেঁছে তা শুধু তোমাকে আপন করে পাওয়ার আমৃত্যু সংকল্প।
নীল আকাশ নিয়ে ক্যাপশন
৫. নীল আকাশ হলো শ্রেষ্ঠ শিল্পকর্মগুলোর মধ্যে অন্যতম। কেননা এখানে সমগ্র মানুষের মন আটকে যায়। আর নীল আকাশের বুকে সব মানুষ নিজেকে সত্যিকারের মানুষ হিসেবেই মেলে ধরে।
৬. তোমার কী মন খারাপ? কোন চিন্তা নেই। নীল আকাশের বুকে খোলা চিঠি দিয়ে দাও। দেখবে আকাশ তোমার মনে রঙিন ফুলের বাগান তৈরী করে দেবে। আর সেই বাগানেই তুমি শুধু আমাকে আর আমাকেই খুঁজে পাবে।
৭. মানুষ যৌবন হারিয়ে ফেলে বৃদ্ধ হয়ে যায়। নীল আকাশ কী কখনও তার রুপ যৌবন হারাবে না? নীল আকাশ জন্ম থেকে মৃত্যু অব্দি চিরযৌবনাই থেকে যাবে?
নীল আকাশ নিয়ে ক্যাপশন
৮. পৃথিবীর সমস্ত আশ্চর্য লুকিয়ে আছে আকাশের বুকে। তাই তোমাকে নাম দিয়েছি নীল আকাশের নীলিমা। কারণ তুমিতো নীল আকাশের চেয়েও আশ্চর্য।
৯. যদি নীল আকাশ না থাকতো তাহলে পৃথিবীর সকল সুন্দর জিনিসগুলো কখনই তার সুন্দর্য প্রকাশ করতে পারকো না। কেননা নীল আকাশ সমস্ত কিছুকে আগলে রেখেছে বলেই সব কিছু তার সৌন্দর্য প্রকাশ করতে পারে।
১০. নীল আকাশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বই। যেখানে পড়াশোনা করে মানুষ নিজেকে শিখতে পারে ।
নীল আকাশ নিয়ে ক্যাপশন nil akash niye caption-০
১১. নীল আকাশতো নীলই থাকে। বহুরুপী সাজে সাজলেও দিনশেষে সে নীলই থাকে। আর এখান থেকে আমাদের শিক্ষাগ্রহণ করা উচিৎ যে দিনশেষে মানুষ আসলে মানুষই ।
১২. আমি বারবার স্বপ্ন দেখি জেগে জেগে। আর সেই স্বপ্নগুলো দেখি নীল আকাশের দিকে তাকিয়ে। নীল আকাশ হলো স্বপ্ন তৈরীর কারখানা ।
১৩. ব্যর্থতা ও সফলতার কতশত লক্ষ স্বপ্ন জমা আছে ঐ নীল আকাশের বুকে। নীল আকাশতো স্বপ্ন জমা রাখা অসীম এক জাদুঘর।
১৪. আকাশ সবসময় সুন্দর কেন জান? কারণ আকাশ সুন্দর ও অসুন্দর সব কিছুকে আপন করে একাকার করে নেয়। তাই সে সবসময় সুন্দর হয়েই প্রস্ফুটিত হয়।
নীল আকাশ নিয়ে ক্যাপশন
১৫. তোমার খারাপ মনকে মুক্ত করে দাও, দেখবে সে নীল আকাশে উড়তে উড়তে ভাল হয়ে ফিরে আসবে।
১৬. নীল আকাশ রহস্যজনক লাগে কেন জান? কারণ আকাশ এত বেশী সুন্দর লুকিয়ে জমা রেখে দিয়েছে যা উপলবদ্ধি করার মতন তোমার সুন্দর মনই নেই।
১৭. আকাশের দিকে তাকিয়ে থাকলে আমি আরেক পৃথিবীতে চলে যাই। যে পৃথিবীতে শুধু আমারই রাজত্ব।
১৮. নীল আকাশ আমায় শিক্ষা দিল রঙিন হতে ভাইরে, স্বার্থের দুনিয়ায় উদার হেওয়ার সুখ অন্য কোথাও নাইরে।
১৯. নীল আকাশে কি শুধু নীল রঙই থাকে? বাঁকে বাঁকে বহু রং লুকিয়ে তোমায় আমায় ডাকে। কেউ না পাই দেখতে, কেমন করে অন্য রঙ নীল রঙে হারায় যে।
২০. নীল আকাশের গান, গাইবে আমার প্রান। মানবপ্রেমে মগ্ন হয়ে ছুটবে বাঁধভাঙা তুফান।
২১. নীল আকাশ কাল করে আসে যখন রাত, মনে হয় তোমার হাতে রাখি আামার হাত।
নীল আকাশ নিয়ে ক্যাপশন nil akash niye caption-লং
২২. নীল আকাশে কেন বৃষ্টি হয়? একি আকাশের দুঃখ নাকি আকাশের আনন্দ ধারা? যখন কিছুই বোঝে না পাই আকাশ তখন দেয় সে বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে আর হয় সে উদাস। আমিও ঠিক এমন করেই ভাবছি। চোখের বৃষ্টি উজাড় করে হব উদাসী।
২৩. কতটা কাল কেটে গেল, সেই ছোট বেলা থেকে ঠিক যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকে দেখছি সেই একই নীল আকাশ। সেই একই তার রুপ। কোন পরিবর্তন নেই। আসলে কী তাই? এই একই আকাশ আমাকে কত কিছু ভাবিয়েছে, যখন ছিলাম ছোট তখন আকাশে কোন চিন্তা খুঁজে পেতাম না।
যখন একটু বড় হলাম তখন আকাশ আমাকে ভাবায়। যখন প্রথম প্রেমে পড়লাম তখন আকাশ আমাকে হাসাতো আর রঙিন স্বপ্ন দিত। যখন সংসার শুরু করলাম তখন দিন শেষে আমি একা হয়ে আকাশে কাছে কষ্ট জমা দিতাম।
যখন চুল দাড়ি পাকল তখন আকাশ কে বললাম অনেকত হল এবার আসছি চিরতরে আকাশে বুকে। একই আকাশ সেই থেকে আজও অব্দি আমারই পাশে আছে, ঠিক যেমনটি আমি তাকে চেয়েছি। তাই নীল আকাশই আমার একমাত্র স্বার্থহীন বন্ধু। বন্ধু আমি তোমার কাছেই আসব।
নীল আকাশ নিয়ে ক্যাপশন
২৪. নীল আকাশ নীল হয় কেন প্রশ্ন জাগে মনে। অন্য রঙ কোথায় লুকায় , বেঁচে আছে কী তারা প্রাণে? এত কেন শক্তি, ওগো নীর আকাশ? সবাই মিলে ভক্তি করে হয়ে একটু উদাস। বল দেখি তুমি কী সব রঙের ত্রাস? নাকি সবার ভালবাসায় রাজা হওয়ার পরীক্ষায় হয়েছে তুমি পাশ।
২৫. নীল আকাশে আছে এক মহান শক্তি, তোমার মনে যা আসবে লিখে রাখতে পারবে সেই সকল উক্তি।
২৬. নীল আকাশের নিচে স্বপ্ন উড়ে চলে, সাদা মেঘে কালো রঙের দুঃখরা বাসা বুনে।স্বপ্ন সফল হতে দুঃখরা সব বৃষ্টি হয়ে ঝড়ে জমিনেতে, সফলতা সব থাকে নীল আকাশের সাথে।
২৭. নীল আকাশে, তোমার দুশ্চিন্তারা ঘুরে আসুক। এত বিশাল আকাশে নীল রঙের দেখা হলে দুশ্চিতারা মেলাতে চাইবে বাতাসে।
২৮. উপরে নীল আকাশ, ভালবাসায় ভরা শুকতারা। বাকী তারারা হচ্ছে দিশেহারা। ভালবাসা ছাড়া যাচ্ছে তাঁরা মারা।
নীল আকাশ নিয়ে ক্যাপশন
২৯. নীল আকাশের নীচে, আমরা কখনই বিদায় নিই না। কেন না আমরা যেন একই ছাদের নীচে। এক একটা দেশ যেন এক একটা ঘর , সেই ঘরে বসবাস করা সবাই আমরা নইকো একটুও পর।
৩০.নীল আকাশের লাবণ্য, হাসিমাখা মুখ। জুড়ায়ে যায় পাষন্ড হৃদয়েরও বুক। চেয়ে দেখ চারিদিকে রাশি রাশি ভালবাসার সুখ।
আরো পড়ুনঃ আকাশের দিকে তাকিয়ে যা যা প্রশ্ন তোমার মনে আসে লিখে রাখ এই খানে
৩১. নীল আকাশের আলোয় সব ঠিক আছে। শুধু তোমার প্রেম ছিল আমার জন্য মিছে।
৩২. নীল আকাশের স্বপ্ন, জীবনের সেরা পরিকল্পনা। বিশালতার বুকে হচ্ছে বিশাল স্বপ্নের বীজবুনা। অগণিত ভালবাসা যাবে না কখনও গুনা। এটাইত স্বপ্নের হাতিয়ার তা ব্যবহারে নেই মানা।
৩৩.নীল আকাশের নিচে হৃদয় দীর্ঘশ্বাস ফেলে। জমানো কষ্ট সব জমা রাখি আকাশের বুকে। ওগো যে কষ্ট দিয়েছ আমাকে জেনে রেখ আকাশ থেকে একদিন তোমার উপরেই ঝড়ে পড়বে।
৩৪. যে আলো চিরন্তন সত্য তা হলো নীল আকাশ। এই আকাশের নীল রঙ এর হয় না কোন পরিবর্তন, সেই থেকে দেখছি একই আকাশ রয়েছে সেই একই রকম।
নীল আকাশ নিয়ে ক্যাপশন nil akash niye caption-১
৩৫. নীল আকাশের নিচে, আত্মার প্রশান্তি মেলে। সকল যন্ত্রনা আর বাঁধা যাইগো আমি ভূলে।
৩৬.নীল আকাশে যত নীল করে বসবাস, আমার মনে তোমার ভালবাসার চলে সহমত সহবাস।
৩৭. কথা দাও বন্ধু আকাশের নীল এনে দিবে আমার ঘরে, না যদি দাও তবে শান্তি পাব না আমি মরে।
পড়ুনঃ বুজলে প্রিয় ক্যাপশন
৩৮.নীল আকাশের নীল রং ফিকে হয়ে যেতে পারে, তোমার প্রতি আমার ভালবাসা কোনদিন ফিকে হবে না যে।
৩৯. নীল আকাশের নীল রং সবার লাগে ভাল, বিশালতার শিক্ষা দেয় সে উদার করে দূর করে মনের কালো।
৪০. নীল আকাশের আভা, মনে ফোটায় নীল রং এর জবা। ভালবাসা আদায় করতে দেব ডায়নাসরের থাবা।
নীল আকাশ নিয়ে ক্যাপশন
৪১. নীল আকাশের নীলিমাতে নাইবা তোমায় পেলাম, তাই বলে কি তোমার আশা মন থেকে ছেড়ে গেলাম? কখনও হবে না এমন , ভালবাসার প্রদিপ জালিয়ে যাব সারাক্ষণ। নীল আকাশ নিয়ে ক্যাপশন
৪২. নীল আকাশের বুকে লিখে দিলাম তোমার নাম, সমস্ত তারারা করছে তোমায় সম্মান।
৪৩. নীল আকাশে কষ্ট জমা থাকে, সেই কষ্ট বৃষ্টি হয়ে ঝড়ে। সূর্য তখন লাজে লুকায় আপন গৃহে, চাঁদটা চায় ফেটে পড়বে দ্রোহে। শোক তখন যায় ছড়িয়ে প্রতি গ্রহে গ্রহে।
৪৪. নীল আকাশ কথা কও, আমি দেব তোমার উত্তর। ছুটে যেতে প্রিয়র কাছে আসছি অতিসত্তর। তোমার কথায় চলবো আমি,ঘুরবো দিক বেদিক, প্রিয়কে বাসবো ভাল প্রয়োজনের অধিক।