JANA BUJHA

চোখের নিচে কালো দাগ কেন পরে Best

আমরা যারা চোখের নিচে কালো দাগ নিয়ে মারাত্মক সমস্যায় আছি তাদের মাঝে প্রায় প্রত্যেকেরই একটা কমন জিজ্ঞাসা চোখের নিচে কালো দাগ কেন পড়ে। আসলে চোখের নিচে কালো দাগ পড়ার বেশ কিছু কারণ রয়েছে। বিশেষ বিশেষ কারণ গুলো আমরা এখানে তুলে ধরবো। 

চোখের নিচে কালো দাগ

এই বিষয়টাকে আমরা ৩ টা ভাগে ভাগ করেছি।

১. আমাদের প্রত্যাহিক দৈনন্দিন জীবনযাপন

২. আমাদের অসুস্থতার প্রভাব

৩. বংশগত

 

চোখের নিচে কালো দাগ কেন পরে ১ম কারণ

  • অনিদ্রা: বর্তমান সময়ে আমরা রাতের বেলায় ঘুমায় না। রাতে চাইলেও ঘুমাতে পারি না। আর এই সমস্যার জন্য আপনার আমার চোখের নিচে কালো দাগ পড়তে পারে। তাই কম সময় ঘুমানো, অঘুমা থাকা, দৈনিক ৬-৮ ঘন্টা না ঘুমানো ইত্যাদি সমস্যার জন্য কালো দাগ পড়বে চোখের নিচে।

 

  •  মানসিক চাপ বা স্ট্রেস: আমরা আমাদের জীবনে এটা চাই ওটা চাই। এটা করা লাগবে ঐ টা না হলেই নয়। ক্যারিয়ার গুছানো, সংসার দেখা, চাকরী করা, উন্নত জীবনের স্বপ্নে বিভোর থাকাসহ নানা কারণে আমরা অধিকাংশ মানুষ আজ মানসিক চাপে থাকি। কোনটা রেখে কোনটা করি সব যেন তালগোল পাকিয়ে ফেলি। এই মানসিক চাপের কারণে চোখের নিচে কালো দাগ পড়তে পারে। 

 

পড়তে পারেন: মেয়েদের চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

 

  • আলো ও রোদ: অতিরিক্ত সূর্যরশ্মি বা ডিজিটাল স্ক্রিনের আলোর কারণেও চোখের নিচে দাগ পড়তে পারে। আলোর যে বেগুনি রশ্মি তা কিন্তু আপনার সংবেদনশীল অঙ্গের ক্ষতি করতে পারে। আর সংবেদনশীল এর মাঝে চোখ সবচেয়ে বেশী সংবেদনশীল।                                                                                                                                              
  • আর যে কারণে চোখে যে প্রভাব পড়তে পারে তা তো বুঝাই যাচ্ছে। আমাদের মাঝে অনেকে আছেন যারা বাহিরে বাহিরে বেশী কাজ করেন বা কেউ কেউ প্রচুর খেলাধুলা করে বাহিরে। তার জন্যই চোখের নিচে কালো দাগ পড়তে পারে।                                                                                                                                                                                                              
  • লম্বা সময় ধরে চোখে প্রেশার দিয়ে কাজ করা: হয়ত আজকেউ আপনার চোখের নিচে দাগ পড়ে যাবে না। কিন্তু আপনি যদি দীর্ঘদিন ধরে চোখের উপর পেশার দিয়ে কাজ করতে থাকেন তাহলে একটা সময় চোখের নিচে কালো দাগ পড়তে পারে। উদাহরণ হিসেবে বলতে হবে কম্পিউটারের সামনে বসে কাজ করা।                                                           
  • অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: পুষ্টিকর খাবার না খেলে চোখের নিচে দাগ পড়তে পারে। তাই যাই খাবেন পুষ্টিকর খান। এটা অনেকের কাছে অবিশ্বাস হলেও এটাই সত্য। তাই বুঝে শুনে খাবেন আজকে থেকে। 

 

  • মাদক সেবন: অনেকেই আছেন যারা মাদক সেবন করেন। কিছু কিছু মাদক সেবনে আপনি না ঘুমিয়ে থাকবেন। আবার কিছু মাদক আপনাকে বিকারগ্রস্ত করে রাখবে। তাই মাদককে না বলতে হবে। 

 

পুরুষদের চোখের নিচে কালো দাগ দূর করার ক্রিম পড়ুন 

 

 

চোখের নিচে কালো দাগ কেন পরে ২য় কারণ

কিছু কিছু রোগ আছে যেগুলো প্রভাবে আমাদের চোখের নিচে কালো দাগ পড়তে পারে। সেই রোগগুলো অধিকাংশই নিয়ন্ত্রনে রাখতে হয়। যদি পুরোপুরি সেরে যায় তাহলেতো খুবই ভালো আর তা হলে আপনাকে নিয়ন্ত্রনে রাখতেই হবে। সেই রোগগুলো হলো:

১.অ্যালার্জি

২. অ্যানিমিয়া

৩. নাক বন্ধ 

৪. হাইপোথাইরয়েডিজম বা পানিশূন্যতা

 

১.অ্যালার্জি: অনেকের আছে ডাস্ট অ্যালার্জি আবার অনেকের আছে অন্যান্য সমস্যা। যার যে সমস্যাই থাক অ্যালিার্জির জন্য আপনার চোখের নিচে কালো দাগ পড়তে পারে। তাই চিকিৎসা করে ভাল হতে হবে না হয় নিয়ন্ত্রনে রাখতে হবে। 

চোখের-নিচে-কালো-দাগ-কেন-পরে
                                                                             চোখের-নিচে-কালো-দাগ-কেন-পরে

 

 

চোখের নিচে কালো দাগ কেন পরে ৩য় কারণ

 

৩. জিনগত কারণ: কোন কোন মেয়েদের জিনগত সমস্যা এটি। হয়ত বাবার , মায়ের বা রক্তের আত্মীয়ের কারও না কারও মাঝে এই সমস্যা রয়েছে। আর এই জন্যই আপনারও চোখের নিচে কালো দাগ পড়তে পারে।

এইসব নানা কারণে আপনার আমার চোখের নিচে কালো দাগ পড়ে থাকে। আমরা এর থেকে কিভাবে মুক্তি পাবেন তা নিয়ে আরও লিখবো এবং কয়েকটা লিখা আমাদের ওয়েবসাইটে প্রকাশও করেছি। নিচে লিংকগুলো দিয়ে রাখলাম। আশা করি আপনাদের উপকারে আসবে। 

 

আরো পড়ুন: চোখের নিচে কালো দাগ কোন রোগের লক্ষণ কী

 

 

Leave a Comment