হাস্যকর হলেও সত্য যে পৃথিবীর প্রথম রকেট হচ্ছে একটা তীর। রকেট আবিষ্কার এর ইতিহাস ও আবিষ্কারক নিয়ে অনেটা ধোয়াশা রয়েছে। তাহলে চলুন জেনে নেই রকেট আবিষ্কার এর ইতিহাস সম্পর্কিত জানা না জানা কিছু তথ্য….
র ইতিহাস)
রকেট আবিষ্কার এর ইতিহাস:
তীরের মাথায় বারুদপূর্ণ চোঙ লাগিয়ে প্রথম যে রকেট তৈরী হয়েছিল তা চীনের এক উদ্ভাবক উদ্ভাবন করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই মহান ব্যক্তির নাম এখনো অজানা।
আমরা বিভিন্ন গ্রহে যাওয়ার জন্য যে যানবাহন একমাত্র ভরসা সেই রকেট এর আবিষ্কারক এর নামই ইতিহাস তার বুকে লিখে রাখতে পারে নি। ( এর ইতিহাসর ইতিহাস)
অথচ বতর্মান সভ্যতার উন্নতির অন্যতম নিদর্শন বলা যায় রকেটকে।
এই রকেট খ্রিস্টীয় ১২ শতাব্দীতে চীনে উদ্ভাবন হয়। তখন যুদ্ধ – বিগ্রহতে এই রকেট খুব প্রচলিত হওয়া শুরু করছিল। শুধু যুদ্ধর জন্য নয় অল্প কিছুদিনের মধ্যে আতশবাজির জন্যও খুব জনপ্রিয় হয়ে উঠে এই রকেট।
এইভাবে একটু একটু করে রকেট উন্নতি লাভ করতে থাকে যা এখন আমরা দেখছি। তবে ১৯২৬ সালে প্রথম তরল জালানি চালিত রকেট উৎখেপন হয়। (
পড়ুন:
র ইতিহাস)
আমেরিকার বিজ্ঞানী রবার্ট এইচ গোদার্ড এই তরল জালানী চালিত রকেট এর উদ্ভাবন করেছিলেন। তিনি প্রথম দেখলেন যে এই রকেট দিয়ে মহাশূন্যে যাওয়া সম্ভব। (র ইতিহাস)
আমেরিকানরা এ ধরনের রকেট সামরিক কাজে ব্যবহার করেছিলেন। (রকেট আবিষ্কার এর ইতিহাস)
আরো পড়ুন:
এরপর থেকে রকেট এর উন্নতি আমাদের সকলেরই জানা। (
লিখাটা খুব ভালো ছিলো,,, ধন্যবাদ ভাইয়া