এই এখন আপনি হয়ত বাসায় নেই। জরুরি কাজে অফিসে কিংবা বাজারে আছেন। কিন্তু এখনই আপনার প্রিয় অনুষ্ঠানটি টিভিতে প্রচার হচ্ছে।
এই মুহূর্তে হয়তো একটা লাইভ খেলা চলছে অথবা কোন একটা নির্দিষ্ট চ্যানেলে আপনি কোন একটা অনুষ্ঠান দেখতে চাচ্ছেন।
কিন্তু এই মুহুর্তে আপনি বাসায় নেই অথবা টিভির সামনে বসে সেই অনুষ্ঠানটি দেখার মত সময় ও সুযোগ কোনোটাই আপনার হাতে নেই। কি করা যেতে পারে?
(কিভাবে মোবাইল দিয়ে বিভিন্ন চ্যানেল লাইভ দেখবেন)
কোনো চিন্তা নেই, আপনার হাতে যদি থাকে একটি স্মার্ট ফোন আর ইন্টারনেট কানেকশান তাহলে আপনি সহজেই দেখতে পারবেন আপনার সেই কাঙ্খিত অনুষ্ঠানটি। তাই কিভাবে দেশি-বিদেশি বিভিন্ন চ্যানেল লাইভ দেখবেন মোবাইল দিয়ে তার একটি পদ্ধতিই এখন আলোচনা করা হবে।
কিভাবে মোবাইল দিয়ে বিভিন্ন চ্যানেল লাইভ দেখবেন:
প্রথমেই ইন্টারনেট কানেকশনটি ওপেন করে আপনি চলে যাবেন সরাসরি ক্রোম অথবা যে কোন একটা ব্রাউজারে। ব্রাউজার এ গিয়ে লিখবেন Bioscope Live Tv সাথে সাথে দেখতে পাবেন অসংখ্য টিভি চ্যানেল।
আপনার যেটা পছন্দ সেটি ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত টিভি চ্যানেলটি। ধরুন আপনি এই মুহূর্তে btv-world দেখতে চাচ্ছেন, সে ক্ষেত্র বিটিভি ওয়ার্ল্ড এর উপর ক্লিক করলেই দেখতে পাবেনে এই এখন কি হচ্ছে বিটিভিতে।দেশী-বিদেশী বিভিন্ন চ্যানেল রয়েছে বায়োস্কোপে।
নানা প্রকারের চ্যানেল, যেমন নিউজ, খেঝলাধুলা, সংগীত ইত্যাদি দেখা যাবে বায়োস্কোপে। এছাড়াও নাটক, সিনেমা দেখার সুযোগতো আছেই।
(কিভাবে মোবাইল দিয়ে বিভিন্ন চ্যানেল লাইভ দেখবেন)
(কিভাবে মোবাইল দিয়ে বিভিন্ন চ্যানেল লাইভ দেখবেন)
(