JANA BUJHA

আপনি কিভাবে গ্রহ ও নক্ষত্রের নামকরণ করতে পারবেন? Best 2024

আপনি কি জানেন , আপনি কিভাবে গ্রহ ও নক্ষত্রের নামকরণ করতে পারবেন? হ্যা আজ আমরা সেই বিষয়টি নিয়েই তথ্য দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন তবে জেনে নেই।

আপনি কিভাবে গ্রহ ও নক্ষত্রের নামকরণ করতে পারবেন?

 

আপনি কিভাবে গ্রহ ও নক্ষত্রের নামকরণ করতে পারবেন:

 

এই মহাবিশ্ব নিয়ে মানুষের কৌতূহলের কোন শেষ নেই। মানুষ চাঁদে পৌছানো দিয়ে সফলতার যে যাত্রা শুরু করেছিল, আজ তা নতুন সফলতার দ্বার উন্মোচনের জন্য মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন দেখছে।

 

হয়ত এই দিনও আর বেশী দূরে নয় যখন মানুষ মঙ্গলে পৌছে যাবে । আর মানুষের এই সফলতায় যদি বিজ্ঞানীদের সাথে আপনার নামটিও কোনভাবে ইতিহাসের পাতায় লিখা থাকে তবে কেমন হবে?

 

হ্যা, এই বিশ্বে আপনার নামটি অমর করে রেখে যাওয়ার এখনই সুযোগ।

কিভাবে সম্ভব?

 

আমেরিকার নাসা , ইউরোপীয় স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি মিলে ২০২১ সালের ডিসেম্বর মাসে James Webb স্পেস টেলিস্কোপ মহাকাশে প্রেরণ করেছে, আর এই টেলিস্কোপ দিয়ে মহাকাশের বিভিন্ন
জায়গার অসধারণ ছবি পাওয়া যাচ্ছে।

 

(আপনি কিভাবে গ্রহ ও নক্ষত্রের নামকরণ করতে পারবেন)

আর এই ছবির মাধ্যমে বিজ্ঞানীরা নতুন নতুন জায়গা, গ্রহ, নক্ষত্র পেতে যাচ্ছে বলে ঘোষনা করেছেন। এইগুলোর  নামকরণ বিজ্ঞানীদের উপরই ন্যাস্ত হবে।

 

(আপনি কিভাবে গ্রহ ও নক্ষত্রের নামকরণ করতে পারবেন)

যেসব বিভিন্ন স্পেস এর সন্ধান পাওয়া গেছে তার মধ্যে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানী ইউনিয়ন (IAU) ২০ টির
নামকরণ করার জন্য জনসাধারণ এর কাছ থেকে নাম সংগ্রহ করবেন। আর এটি আপনার জন্য এক দারুন
সুযোগ। একটা গ্রহের নাম দিতে পারবেন আপনি নিজেই।

 

 

১৯১৯ সাল থেকে আই.এ.ইউ কে মহাকাশীয় বস্তুর নামকরন এর দায়িত্ব দেয়া হয়। আর তারাই ২০ টি এক্সোপ্ল্যানেটারি সিস্টেমের নাম দেয়ার জন্য Name Exo Worlds 2022 নামে এক প্রতিযেগিীতার আয়োজন করে।

 

(আপনি কিভাবে গ্রহ ও নক্ষত্রের নামকরণ করতে পারবেন)

“এক্সোপ্ল্যানেট” হলগ্রহ,আর গ্রহ আমাদের সৌরজগতের বাহিরে অবস্থিত। অন্যদিকে “এক্সোপ্ল্যানেটারি সিস্টেম” হল একটি গ্রহ এবং এর হোস্ট নক্ষত্র। মোট কথা এই প্রতিযেগীতায় অংশগ্রহণ আর বিচারকদের বিচারের মাধ্যমে আপনি বা আপনার দল বাছাই হলেই আপনি গ্রহের নামকরণ করতে
পারবেন।

 

প্রতিযোগিতার জন্য যা যা করণীয়:

 

এটি একটি দলগত প্রক্রিয়া। নাম নিয়ে ভাবার আগে আপনাকে একটি দল তৈরী করতে হবে। অথবা যে দল গুলো তৈরী হয়েছে সে গুলোতে অংশগ্রহণ করতে হবে।

 

প্রশ্ন আসতেই পারে কে বা কারা মিলে এই দল গঠন হবে?

(আপনি কিভাবে গ্রহ ও নক্ষত্রের নামকরণ করতে পারবেন)

আসলে যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবে। নাবালক, পাগল বা ভারসাম্যহীন ব্যাতীত যে কেউ। তবে জ্যোতির্বিদ্যা উত্সাহী, ছাত্র, অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীসহ যে কোন পেশার মানুষ এতে অংশগ্রহণ করতে
পারে। তবে কে কে কি কি কারণে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে তা I AU নির্বাচন করবে তাদের সিলেকশান নীতিমালার ভিত্তিতে।

 

তবে দল গঠনে কোন সীমাবদ্ধতা নেই। কতজন মিলে একটা দল গঠন করবে তার কোন লিমিটেশন দেয়া হয় নি।

 

আরো পড়ুন:

 

 

যে যে কাজগুলো প্রাথমিক অবস্থায় করতে হবে:
 

·
অন্তত এক্সোপ্ল্যানেট নিয়ে একটি ইভেন্ট পরিচালনা করতে হবে।

·
আপনার নিজের ভাষায় একটি নাম প্রস্তাব করতে হবে। আর সেই সাথে এর সাংস্কৃতিক প্রেক্ষাপটও ব্যাখ্যা করতে হবে।

·
প্রত্যেক দল একটি করে দুটি নাম জমা দিতে পারবে। এক্সোপ্ল্যানেটের জন্য একটি নাম এবং হোস্ট নক্ষত্রের জন্য অন্য আর একটি নাম।

·
১১ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে আপনাকে নামের প্রস্তাব জমা দিতে হবে। যাচাই- বাছাই এর পর ২০ মার্চ ২০২৩ তারিখে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে।

(আপনি কিভাবে গ্রহ ও নক্ষত্রের নামকরণ করতে পারবেন)

·
বিস্তারীত জানার জন্য Name Exo Worlds 2022 লিখে গুগোল সার্চ করুন।

 

·
আপনার দল নিবন্ধনের জন্য  এখানে ক্লিক করুন

 

 

(আপনি কিভাবে গ্রহ ও নক্ষত্রের নামকরণ করতে পারবেন)

0 thoughts on “আপনি কিভাবে গ্রহ ও নক্ষত্রের নামকরণ করতে পারবেন? Best 2024”

  1. আরে আজকেই শেষ দিন। আরো আগে পোস্টটি পেলে কাজে দিত। এখনতো চিন্তারই সময় নাই। ধন্যবাদ আপনাকে এমন পোস্ট এর জন্য

    Reply

Leave a Comment