শরীরে আগুন লাগলে করণীয় কী তা আমরা অনেকেই জানি না। এই লিখার মাধ্যমে জানবো শরীরে আগুন লাগলে করণীয় কী।
আমরা প্রতিদিন দুর্ঘটনার স্বীকার হই না হঠাৎ হয়তো দুর্ঘটনার স্বীকার হই। কিন্তু এই হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা
আমাদের জীবনকে কেড়ে নিতে পারে। এইরকম পরিস্থিতিতে কি করা উচিৎ আর কি করা উচিৎ নয় তা
আমাদের জেনে রাখা দরকার।
ঠিক তেমনই একটি দুর্ঘটনা হচ্ছে শরীরে আগুনলেগে যাওয়া। যদি আপনার গায়ে আগুন লাগে তবে কি করা উচিৎ আর কি করা উচিৎ নয়? তাই আজকের আলোচনার বিষয় হলো শরীরে আগুন লাগলে করণীয় কী?
শরীরে আগুন লাগলে করণীয় জরুরি তিনটি কাজ
১. অনেকেই গায়ে আগুন লাগলে দৌড়াদৌড়ি, ছুটাছুটি শুরু করেন। কিন্তু বুদ্ধিমানের কাজ হচ্ছে আগুন লাগার পর গায়ের কাপড় খুলে ফেলতে হবে। তারপর মাটিতে গড়াগড়ি দিতে হবে। দৌড়াদৌড়ি, ছুটাছুটি করলে তা আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
২. আগুন লাগার সময় আপনি যদি বদ্ধ ঘরে থাকেন তাহলে সাথে সাথে দরজা-জানালা খুলে দিতে হবে। এতে করে শ্বাসনালি পোড়া থেকে রক্ষা পাওয়া যাবে। শ্বাসনালি পুড়ে গেলে মৃত্যু ঝুঁকি অনেক বেশী। শরীরে কোন অংশ পুড়ে গেলে হয়ত চিকিৎসায় ভাল হয় কিন্তু শ্বাসনালি পুড়লে ভাল হওয়ার সম্ভাবনা খুবই কম।
৩. যতদ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা করতে হবে। সাধারণত
প্রথম ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আগুনে পোড়ার এই ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ চিকিৎসা নিলে খুব দ্রুত রোগী ভাল হয়ে উঠতে পারে।
তাই ২৪ ঘন্টার মধ্যেই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিৎ এবং সঠিক চিকিৎসা শুরু করা উচিৎ। তাতে করে মৃত্যু ঝুঁকি অনেকটাই কমানো যেতে পারে।
আগুন লাগলে যা করবেন নাঃশরীরে আগুন
ক্ষত স্থানের উপর অনেকেই ডিমের সাদা অংশ, টুথপেস্ট ইত্যাদি ব্যবহার করে থাকেন। কিন্তু এইসব ব্যবহার করা উচিত নয়। কারণ প্রথম অবস্থায় এটি জীবাণুমুক্ত রাখলেও পরে সংক্রমনের আশংকা থাকে।
রোগীর মুখ কিংবা চোখ পুড়ে গেলে যতটুকু সম্ভব সোজা করে বসিয়ে রাখতে হবে।
যা করা উচিৎঃশরীরে আগুন
রোগীর শরীর যদি বেশি পুড়ে গিয়ে এমন অবস্থা হয় যে তার গায়ে স্যালাইন দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে অন্তত
মুখে স্যালাইন বা ডাবের পানি বা তরল জাতীয় খাবার খাওয়ানো উত্তম।
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়