JANA BUJHA

Screen to text কনভার্ট করুন অতি সহজে

 প্রযুক্তির উন্নয়নে আমাদের দৈনন্দিন কাজগুলো
অনেক সহজ হয়ে যাচ্ছে। মোবাইল দিয়ে এখন কি করা যায় না তাই ভাবার বিষয়( ‍screen to
text convert)
। মোবাইল এর নানা এ্যাপ এখন আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। এমনি একটি
এ্যাপ নিয়ে আজকে আলোচনা করছি।

Screen to text কনভার্ট করুন অতি সহজে
Copy Text on Screen App


 


আমরা যেকোন সময় মোবাইল দিয়ে কোন বিশেষ বিষয়
‍স্ক্রিনশট দিয়ে থাকি। গুরুত্বপূর্ণ একটা পি.ডি.এফ পড়ছি সাথে সাথে হয়ত ধারণ করে রেখে
দিচ্ছি। কিন্তু এই স্ক্রিনশট আর টেক্সট হিসেবে ব্যবহার করতে পারছি না। কিন্তু আজকে
যে এ্যাপটির কথা বলবো তা দিয়ে অতি সহজে আমরা স্ক্রিনশটে ধারণ করা ছবি থেকে টেক্সট তৈরী
করতে পারবো। ‍screen এ থাকা যে text রয়েছে তা ছবি হিসেবে আমরা দেখতে পারি। কিন্তু এই
ছবিটিকে আমরা যদি text হিসেবে সহজেই পেয়ে যাই তখন যে কোন কাজে ব্যবহার করতে পারি।

 

এ্যাপটির নাম ও কাজ

Copy Text On Screen ( কপি টেক্সট অন স্ক্রিন)
লিখে গুগুল প্লে-স্টোর থেকে সার্চ দিলেই পাওয়া

 যাবে এই এ্যাপটি।


Copy Text On Screen এর রিভিউ হচ্ছে ২৭ হাজার।
যার মধ্যে প্রায় সবই পজেটিভ রিভিউ। অধিকাংশ লোক প্রশংসা করেছে এর।


রেটেড 3+ এবং 4.2* (স্টার) দেয়া আছে। আর এটি
৫ মিলিয়ন এরও বেশী মানুষ ডাউনলোড করেছে। সব মিলে একটি অসাধারণ এ্যাপ মনে হয়েছে আমার।
আমি নিজে অসংখ্য বার ব্যবহার করেছি এবং ভাল লেগেছে।

 

যেভাবে কাজ করে

Copy Text On Screen এ্যাপটিতে দুইভাবে কাজ
করতে পারবেন।


Screen to text কনভার্ট করুন অতি সহজে
Instant Pic Capture  Button


প্রথমত
হল সরাসরি পিকচার তুলে। মনে করেন আপনার সামনে একটি বই আছে এখন আপনি বই এর একটি পৃষ্ঠার
ছবি তুললেন। এরপর ছবিটি উঠানোর পর একটা যে অংশটি আপনার টেক্সট হিসেবে প্রয়োজন শুধু
সেই অংশটি সিলেক্ট করার অপশন আসবে। তারপর আঙুলে ক্লিক করে মার্ক করতে হবে। মার্ক হয়ে
যাওয়ার পর রাইট চিহ্ন বা ওকে অপশনে ক্লিক করলেই কাজ শেষ।

Screen to text কনভার্ট করুন অতি সহজে
Mark



 সাথে সাথে দেখতে পাবেন টেক্সট
ফরমেট রেডি হয়ে বসে আছে আপনার সামনে।


আরো পড়ুনঃ


 

Screen to text কনভার্ট করুন অতি সহজে
Pic from Gallery


 

পূর্বে বা আগে তুলেছেন এমন কোন ছবিকে আপনি
চাইলেই টেক্সট এ রুপান্তর করতে পারেন। এ্যপের নিচে তিনটি বাটন রয়েছে এর মধ্যে একটি
পিকচার তুলার ক্লিক বাটন এবং এর পাশেই রয়েছে গ্যালারি বাটন। সেই বাটনে ক্লিক করে চলে
যাবেন আপনার ফোনের গ্যালারিতে। তারপর আগের মতই ছবি থেকে যে অংশটি আপনার টেক্সট এ কনভার্ট
করতে হবে সেই অংশটি সিলেক্ট করবেন এবং ওকে বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত
টেক্সট ফরমেট।

 

 

0 thoughts on “Screen to text কনভার্ট করুন অতি সহজে”

Leave a Comment