নানা বিষয় নিয়ে অনেকে জানতে চায়।
তাই হবে এই লিখার গুরুত্বপূর্ণ আয়োজন।
আপনি হয়ত ভালোবাসার ছন্দ ,কবিতা,
এস.এম.এস , প্রেমের স্ট্যাটাস, প্রেমের ছন্দ, প্রেমের গান বা প্রেমের কবিতা খোঁজার জন্যই এখানে
ক্লিক করেছেন। শুধু আপনাকে এই টুকু নিশ্চয়তা দিতে পারি নিরাশ হবেন না। আমরা আমাদের
সাধ্যমত ইউনিক কিছু তুলে আনার চেষ্টা করেছি।
বিশেষ করে ভালোবাসা ও প্রেমের ছন্দ, প্রেমের
কবিতা, ভালোবাসার নিয়ে কথা বা ভালোবাসার উক্তি, ছন্দ sms ও কষ্টের স্ট্যাটাস এর উপর
ভালভাবে জোড় দেয়া হয়েছে। আর এই এক লিখার মধ্য দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় সব পেয়ে যাবেন
সেই আশা নিয়েই শুরু করছি আমাদের আজকের লিখা
ভালোবাসার ছন্দ হিসেবে ব্যবহার করলেও কষ্টের স্ট্যাটাস ও প্রেমের কবিতায় পারফেক্ট
ভালোবাসা
নিয়ে ছন্দে ছন্দে কিছু কথা বলার চেষ্টা হয়েছে। যেখানে পাওয়া না পাওয়া , আবেগ,
ভালোবাসার মানুষকে অতুলনীয় করে উপমার সাগরে ভাসিয়ে দিয়ে তাকে অনন্যা করা হয়েছে।
১. ভালোবাসা এমনি এক শব্দ,
যেখানে তুমি আমি দুজনেই পুরোপুরি জব্দ।
২. মেঘলা আকাশ আর রোদেলা দুপুরের চলছে কথোপকথন,
তোমার আমার ভালবাসার গান, গাইবে তারা এখন।
৩. তুমি, তুমি তুমি, আমার পুরোটা জুড়ে তুমি
৪. এই মন আমার, কিন্তু মালিক হলে তুমি,
সাত সমুদ্র তের নদী পাড় করিব দুজন
এমন যাত্রায় তুমিই আমার একমাত্র সুজন।
প্রেমের ভেলা গড়িয়াছি করিয়া বহু যতন
জীবনযাত্রায় আর কেউ হইবো না তোমার মত আপন।
প্রেম জুয়ারে হাবুডুবু খাচ্ছি সারাক্ষণ
প্রেম জুয়ারে তোমায় খুঁজি আনমনে হয়ে
প্রেম সাগরও পাড়ি দিতে
পারি তোমায় না পেলে।
যে খুঁজে
রসিক দিলকা ওয়ালা
দিলকা ওয়ালা হলো মধু খাওয়া ভ্রমর
প্রেম সাগরে ফেলে না সে প্রেম ডিঙার নোঙর।
যেথায় সেথায় উড়ে বেড়াও কেন ভালোবাস না
আমার মনের বাগিচাতে কত শত ঘর
সেই ঘরে তুমি এলে আমি হব তোমার স্বপ্নের
বর।
মহলের সবখানেতে তোমার আমার বিচরণ,
তোমায় বলারমত আছে কথার খনি
সকল কথার একটাই কথা ভালবাসি তোমায়
সব কিছুই তুচ্ছ হবে যদি তোমায় না পাই।
১২. হায়রে মনের বেদনা তোমায় ছাড়া থাকতে পারি না
তুমি আমার ঘুঘু টিয়া শালিক টিক্কা ময়না।
সুখের দুনিয়া আমি তোমায় ছাড়া চাইনা
হায়রে মনের বেদনা তোমায় ছাড়া থাকতে পারি না।
দারুন আয়োজন।
সেই ফ্রেমেতে বাধা আছে তোমার আমার প্রেম।
দিচ্ছি, এমন মধুর ভালবাসায়
তুমি আমার,
রুপে? তোমায় দেখে কেন আমি চলে যাই অজানা ঘোরে?
বলতে পারি নি বলে তুমি কি বুঝ না? বলতে চাই কি? এইতো আমার কথা-
আমি তোমায় ভালবাসি, আমি তোমারই আছি। ( ভালোবাসার আকুল আবেদন, ভালোবাসারsms)
১৮. ওগো প্রিয় কি চাও তুমি বল?
সুন্দরের পিপাসা মেটাতে ঘুরি,
সাধ মিটবার নয়,
যারে,
কতটা ভালবাসি বলতে পারি
নি তারে
ভালবাসি বলতে গিয়ে পিছু
ফিরে আসি
মনে হয় না তাকে আগলে
রাখতে পারবে আমার রাশি।
২১. ভালোবাসার স্বপ্ন সাজাই
শুধু তোকে নিয়ে
তুই ছাড়া দিন-রজনী কাটাবো কি দিয়ে?
তুই যে আমার অন্ধ নয়নের
জ্যোতি
আমায় একটু ভালবাস দোহায়
তোর প্রতি।
২২. ভালবাসি তোমায় আমি আরও
ভালোবাসবো
আকাশ- পাতাল একাকার করে
অট্ট হাসি হাসবো
তোমায় আমি পেয়ে গেছি এটাই
যথেষ্ট কারণ
উন্মাদ হয়ে ঘুরবো আমি
শুনবো না কারও বারণ। (ভালাবাসার উক্তি)
২৩. তুমি আমার কইতর সোনা
জানেরই জান
তোমায় ছাড়া হৃদপিন্ডটা
হারাবে তার প্রাণ
খাদ ছাড়াই ভালবাসি ওগো
জানের জান
তোমার জন্য দিতে পারি এই
অধমের প্রাণ। (প্রেমের স্ট্যাটাস এর জন্য)
২৪. ভালোবাসা মানে তোমার আমার ঝগড়া
আর দ্বন্দ্ব
পরক্ষণেই সব ভুলে গিয়ে
দরজা- জানালা বন্ধ
ভালোবাসা মানে সুখে-
দুঃখে এক হয়ে থাকা
রাগ- অভিমান ভুলে গিয়ে মন
হয়ে যাক ফাঁকা। ( পবিত্র ভালবাসা)
২৫. ভালোবাসার ছন্দে আমাদের এগিয়ে যাওয়া
একই সুতায় বাঁধা পড়েছে দুটি মনের চাওয়া
তোমার মনে আমার প্রেমের হাওয়া
উতাল-পাতাল চাওয়া পাওয়া দিচ্ছে দেখ ধাওয়া।
২৬. তোমার প্রতি আমার ভালোবাসা কত শত
পৃথীবির ভয়ংকর প্রাণী হয়ে আমায় দংশন কর যত্রতত্র।
জেনে রেখ তুমি তোমায় ভালবাসার আমিই সঠিক পাত্র।
২৭. আমাদের প্রেমের মহাকাব্য লিখতে রা্ইটার লোকে খুঁজবে
আমি যে প্রেমিক রাইটার তা কি করে তারা বুঝবে?
তুমি শুধু বলে দিও আমি তোমার প্রেমে অন্ধ
নতুন মহাকাব্য রচনা করবো , হব জীবনানন্দ।
ভালোবাসা নিয়ে উক্তি, প্রেম ভালোবাসার স্ট্যাটাস,
ভালোবাসা নিয়ে কিছু কথা হিসেব বিবেচ্য
এখানে যে লিখা গুলো তুলে ধরা হচ্ছে তা আপনি ভালোবাসার স্ট্যাটাস, ভালোবাসার উক্তি, ভালোবাসা নিয়ে কিছু কথা, প্রেমিক হৃদয়ের কথামালা হিসেবে ব্যবহার করতে পারবেন। আর প্রতিটি ছন্দ কবিতার পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনটি কোন টপিক এর জন্য বেশী যুক্তিযুক্ত হতে পারে তা লিখে দেয়ার চেষ্টা করছি। তবে আপনি আপনার ইচ্ছামত ব্যবহার করতে পারেন।
১. তুমি
আমার একমাত্র ভালোবাসা ছিলে না, কিন্তু তুমিই সেই ভালোবাসা যা অন্য সব ভালোবাসাকে তুচ্ছ
করে দিয়েছে।
২. প্রিয়, যতবার তুমি
আমার পানে তাকাও, ততবার তুমি আমার হৃদয়ে আগুন জ্বালাও।
৩. ভালোবাসা মানে শুধু
একে অপরের দিকে তাকানো নয়, দুজন মিলে একই গন্তব্যের দিকে তাকানো।
৪. তোমার ভালবাসা আমার
হৃদয়ে সূর্যের মতই আলোকিত হয়, যে আলোর বন্যায় পৃথিবী থেকে দূর করবে সব অন্যায় ।
- রাগ আর অভিমানের কি ছিল প্রয়োজন , আমিতো এমনেই দিতে পারি আমাদের প্রেমের মুক্তিপন।
৫. যখন তুমি আর আমি হই
এক, তখন সময় থেমে গিয়ে পৃথীবিকে বলে – ও পৃথিবী শ্রেষ্ঠ ভালোবাসার যুগলটাকে তুই
দেখ।
৬. আমি তোমায় ভালবাসার
পর আর ঘুমাতে চাই না, কারণ জেগে জেগে তোমায় নিয়ে আমার ভাবনাগুলো স্বপ্নের চেয়েও
অনেক বেশী রঙিন আর সুন্দর।
৭. সমস্ত পৃথিবীতে,
তোমার মত আমার জন্য কোন দ্বিতীয় কোন হৃদয় নেই. সমস্ত পৃথিবীতে, আমার মতো তোমার
জন্য দ্বিতীয় কোন ভালবাসা নেই।
৮. আমি কিভাবে, কখন, বা
কোথা থেকে কোন প্রশ্ন ছাড়াই তোমাকে ভালবাসি।
আমি তোমাকে সহজভাবে ভালবাসি, কোন
জটিলতা বা অভিমান ছাড়াই।
তাই আমি তোমাকে বারবার ভালবাসি কারণ আমি অন্য কোন উপায় জানি না।
৯. তুমি কি জানো ? তুমি
আমার কি ক্ষতি করেছ?
তুমি আমার রক্ত কণিকায় মিশে গিয়েছ, আমার রক্তে আক্রমণ করে আমার
হৃদয় কেড়ে নিয়েছ।
আর আজ আমি না চাইলেও তোমাকে ভালবাসতে বাধ্য।
এইতো আমার অকথিত
ভালোবাসার গদ্য।
১০. তুমি আমার কাছে
পৃথীবির সবচেয়ে বড় রহস্য, যেখানে আমাজন বা হিমালয় ও ফেইল।
কেননা তোমাকে ভালোবেসে
যতই জানতে চাই ততই অবাক করা নতুন এর দেখা পাই।
তাই প্রেমিক হৃদয় শুধু অবাক নয় সেই
সাথে নির্বাক হয়।
১১. যখন আমি নিজে থাকি
তখন আমি সবচেয়ে সুখী হই এবং যখন আমি তোমার সাথে থাকি তখন আমি আসলে নিজেই থাকি।
১২. যদি আমাকে শ্বাস
নেওয়া এবং তোমাকে ভালবাসার মধ্যে যে কোন একটি বেছে নিতে বলা হয়। তাহলে
আমি তোমাকে ভালবাসি বলার জন্য আমার শেষ নিঃশ্বাস ব্যবহার করব।
১৩. তুমি আমার আমি, তুমি
হৃদয়ে থাকা ভালোবাসার খনি, তুমি আমার জীবনের চেয়ে দামি, তুমি আমার সকল চিন্তার মরুভূমি।
১৪. তোমার জন্য আমার
সমস্ত ভালবাসা বহন করার জন্য এক হাজার কোটি হৃদয়েও জায়গা হবে কি না আমার সন্দেহ।
১৫. সবারই একটা নেশা আছে,
আমার নেশা শুধু তুমি হবে।
১৬. তোমার প্রতি আমার
ভালবাসার কোন সীমারেখা নেই, এর সীমানা দিনকে দিন বেড়েই চলেছে।
১৭. আমি যদি আমার জীবনে
সঠিক কিছু করে থাকি, তা ছিল যখন আমি তোমাকে আমার হৃদয় দিয়েছিলাম।
১৮. ভালবাসা হল সেই
অবস্থা যেখানে অন্য ব্যক্তির সুখ আপনার নিজের জন্য অপরিহার্য।
১৯. প্রিয়তমের ভালবাসা
ছাড়া কোন হৃদয় পরিপূর্ণ হতে পারে না। তাই স্বয়ংসম্পূর্ণ হতে ভালবাসা অনিবার্য।
২০. আমি প্রথমে দেখেছিলাম
তুমি
নিখুঁত ছিলে আর তাই আমি তোমাকে ভালবেসেছিলাম। তারপর আমি দেখলাম যে তুমি
নিখুঁত নও তারপর আমি তোমাকে আরও বেশি ভালবাসি।
২১. “আমি তোমাকে
ভালোবাসি.তাই আমি ভেবেছিলাম তুমি আমার মনের মতই হবে।
কিন্তু না এখন দেখছি তুমি খুব
আমাকে বিরক্ত কর।
কিন্তু বিশ্বাস কর আমি তোমার সাথে প্রতিটি বিরক্তিকর মিনিট
কাটাতে উদগ্রীব হয়ে থাকি।
২২. ভালবাসা হল একটা আবেগ
ও
আবেশ এর সংমিশ্রন। যা ছাড়া তুমি বাঁচতে পারবেন না। আর তুমি যদি
ভালবাসা
দিয়ে শুরু না কর তবে তুমি কী নিয়ে শেষ করতে যাচ্ছ?
২৩. আমি মনে করি আমার
জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো শুধু তোমার সাথে নয় বরং তোমার কারণে। আর আমি
এমন মুহূর্ত বার বার পেয়ে থাকি যার একমাত্র কারণতো তুমিই।
২৪. ভালবাসা ধন-সম্পদ,
চেহারা , যৌনতার জন্য একজন আর একজন এক করে রাখে না।
আসলে ভালবাসার মহাকর্ষের মত
একটা ধর্ম আছে যে কারণে ভালবাসার মানুষ দ্বয় স্বভাবগত ভাবেই এক অন্যকে নিজের দিকে
টানে।
২৫. সমস্ত গণিতের হিসাব
ধ্বংস হয়েছে কোথায় জান? কোথায়? তোমার আমার ভালবাসায়। কিভাবে? গণিতে এক যোগ এক মিলে
হয় দুই কিন্তু ভালবাসায় এক যোগ এক মিলে হয় এক। আর সে কারণেই সমস্ত
গাণিতিক হিসাব আমাদের ভালবাসার কাছে ব্যর্থ।
২৬. মানুষের ক্ষমতা কতটুকু তা আমার জানা নেই
তবে
আমি জানি সমস্ত মানুষের ক্ষমতা দিয়ে যদি মানুষ মানুষ কে ভালবাসতে পারে তবে সেই পাগল
মানুষটি হলাম আমি। যে তোমাকে এতটাই ভালোবাসে যা মানুষের ক্ষমতাকে ছাড়িয়ে যাওয়ার বসনা
খোঁজে।
কষ্টের স্ট্যাটাস হিসেবে বিবেচ্য যা প্রেমের কবিতা বা উক্তি ও ভালোবাসার ছন্দও বলা যেতে পারে
তুমি বল, বলতেই হবে তোমার,
ছিল আমার অপরাধ,
২. এ কেমন বেদনা দিলে তুমি
আমায়, কেঁদে কেঁদে ঘুরি আমি হয়ে নিরুপায়।
আশায় আশায় যে বুক বেধেছিলাম, সে বুকে লিখে
দিলে তুমি কলঙ্কের নাম।
কলঙেক নাম কি করে মুছি,
দেখে যাও এসে তোমাকে পাগলের মতই খুঁজি।
৩. অন্তর
শুধু কাঁদে, তোমার প্রেমের ফাঁদে,
যে ফাঁদে
জলছি রাত আর দিন,
সেখান থেকে তোমায় দিলাম হাজার কোটি ভালবাসার ঋণ।
৪. তুমি
আর আমি, সুমুদ্রের ডানা মেলা পাখি,
অপরুপ সুন্দর দেখছি খুলে আঁখি।
বলে দিচ্ছি, এমন
মধুর ভালবাসায় দেবে না কিন্তু কোন ফাঁকি।
৫. আকাশ বলে তুমি আমার, বাতাস বলে তুমি আমার,
পাহাড়
বলে তুমি আমার, সাগর বলে তুমি আমার,
চন্দ্র, সূর্যও বলে তুমি যে আমার, শুধু তুমি কেন বল
না, আমি যে শুধুই তোমার?
৬. একটা কথা বলি তোমায়? কি কথা বলতে চাই তা তোমায়
দেখলেই ভুলে যাই।
কি আছে তোমার রুপে? তোমায় দেখে কেন আমি চলে যাই অজানা ঘোরে?
বলতে পারি নি বলে তুমি কি বুঝ না? বলতে চাই কি? এইতো আমার কথা-
আমি তোমায় ভালবাসি, আমি তোমারই আছি।
৭. ভেতরটা খুলে যদি দেখায়, দেখবে তুমি ছাড়া আর কিছু
নাই।
তবু আমার ভালবাসায় এত কেন অবিশ্বাস?
বিশ্বাস কর, আর পারছি না, বন্ধ হয়ে আসছে আমার শ্বাস-প্রশ্বাস।
৮. একদিন তুমি ছিলে, আজ তুমি নেই পাশে,
জানি শতবার
চেয়েও পাব না তোমায়,
তবু্ও রইবো আমি তোমারই অপেক্ষায়।
- যখন পাকবে তোমার চুল, হয়ত ভাঙবে সেদিন ভুল
তখন খুঁজবে আমায় খুঁজবে, কিন্তু হারাবে দুকূল।
৯. ওগো প্রিয় কি চাও তুমি বল?
আটলান্টিক আর হিমালয়
এনে দেব যদি তুমি বল।
তবে চল সুন্দরের পিপাসা মেটাতে ঘুরি,
কারন তুমিইতো আমার রাজ্যের
এক মাত্র পরী।
১০. অকারনে কত কথা বলে যাই আমি, ভালবেসে মজনু হয়েছি,
তুমি হলে না শুধু লাইলি।
প্রেমের কবিতা স্পেশাল
তাকাতে পারি না আমি কেঁপে উঠি ভয়ে আর লাজে
কি এমন আছে বল তোমার লম্বা কালো চুলে
দেখে আমি অবাক হই, সব কথা যাই ভুলে।
কি এমন আছে বল তোমার দুই ঠোঁটে
আনমনে ডাকে আমায় থাকতে পারি না দূরে।
কি এমন আছে বল তোমার মিষ্টি হাসিতে
সেই হাসি দেখে ফেসে যাই আনন্দের ফাঁসিতে।
কি এমন আছে বল তোমার মায়া জড়ানো কথায়
শুনে আমি বার বার তৃষ্ণার্ত হয়ে কথা গিলতে চাই
তুমি আমার সব, তা জানে আমার রব
তোমায় ভালবেসে আমি হয়েছি পাগলপ্রেমী বোকা।
তুমি আমি এক হইতে আর থাকে না কোন বাধা
ভালোবাসার রং যদি হয় কালো
তোমার জন্য আমার মনটা নাই আজ ভালো
কমলা যদি হয় ভালোবাসার রং
তাহলে তুমি আর আমি খেলবো প্রেম প্রেম ঢং
লাল যদি হয় ভালোবাসার রং
তোমার প্রেমে অন্ধ হয়ে সাজবো প্রেমিক নামের সঙ
ভালোবাসার রং যদি হয় ম্যাজেন্টা
যখন তখন তোমার জন্য দিয়ে দিব এই
প্রাণটা
তোমার চোখের নোনা জলে আমায় ভাসিয়ে দিও
তোমার বুকের মাঝে আমার ছবি এঁকে নিও
তোমার কথার ঝর্না ধারায় আমার নামটি নিও
তোমার গানের কথার মাঝে আমার ভালবাসার কথা বলিও
যদি নাইবা করতে পার এমন তবে পৃথীবি ছেড়ে যেতে আমায়
সাহায্য কর
ও গো প্রিয়, তোমার মন মাঝারে আমায় আগলে রাখ।
১৪. প্রেমের কবিতা
কারণ তুমি দিয়েছিলে বিষম যন্ত্রনার ধোঁকা
তুমি ছাড়া এ দুনিয়া লাগে অর্থহীন
আমায় ছেড়ে কেমন করে হলে তুমি স্বাধীন।
তুমি ছাড়া এ দুনিয়া লাগে বড়ই শূন্য
কেমন করে করলে আমায় এতটা নগন্য।
তুমি ছাড়া বেঁচে থাকা অনেক কষ্টকর
কষ্ট নামের পাহাড় করলো আমার উপর ভর।
ফিরিয়ে দাও আমার আগের দুনিয়া
যেমনটা ছিল আমার আগের জানপাখি প্রিয়া।
তুমি আমার ঘুঘু টিয়া শালিক টিক্কা ময়না
সুখের দুনিয়া আমি তোমায় ছাড়া চাইনা
হায়রে মনের বেদনা তোমায় ছাড়া থাকতে পারি না।
যে বাতাসে ভেসে বেড়াও সেই বাতাসেই উড়ো
দেখিয়ে ছিলে তুমি বেচে থাকার আশা
সেই আশা ভেঙে করলে খানখান
কখনই বুঝলে না তুমি আমার জানেরই জান
Bapre koto gula likhlen… Valo laglo…